টুইটারের ‘ডব্লিউ’ সরিয়ে কী ইঙ্গিত দিলেন ইলন মাস্ক?

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০২:৪৬ পিএম, ১১ এপ্রিল ২০২৩

বর্তমানে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর মধ্যে সবচেয়ে আলোচনায় আছে টুইটার। গত বছর ইলন মাস্কের মালিকানায় আসার পর থেকে সমালোচনা পিছু ছাড়ছে না টুইটারের। টুইটারের জন্য মাস্কের খরচ হয় ৪৪ বিলিয়ন ডলার। এরপর থেকেই টালমাটাল অবস্থা লেগেই রয়েছে ওই মাইক্রো ব্লগিং সাইটে।

কয়েকদিন আগেই টুইটারের লোগো ব্লু বার্ড সরিয়ে দিয়ে ডগি আইকন লোগো দেওয়া হয়। ইলন মাস্কের এমন কাণ্ডে হতবাক সবাই। যদিও পরদিনই আবার ফিরে আসে পুরোনো ব্লু বার্ড লোগোটি। এবার মার্কিন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিস্কোতে অবস্থিত টুইটারের সদর দপ্তর। বিল্ডিংয়ের গায়ে বড় করে লেখা টুইটার লেখা বোর্ড। যা দেখেই অভ্যস্ত সবাই।

আরও পড়ুন: সত্যিই কি বদলে গেছে টুইটারের লোগো?

সম্প্রতি সেই বোর্ডের অর্থ বদলে দিয়েছেন এলন মাস্ক। টুইটার থেকে ডাব্লিউ শব্দে সাদা রঙের পেইন্ট বসিয়েছেন তিনি। এ নিয়ে টুইটও করছেন ইলন মাস্ক। টুইটার বোর্ডে এমন বদল কেন করার কারণ জানিয়েছেন টুইটার সিইও। তিনি বলেন, সান ফ্রান্সিস্কোতে অবস্থিত সদর দপ্তরের যিনি ল্যান্ডলর্ড তার দাবি, ‘আমরা আইনত টুইটার সাইন থেকে কখনো ‘ডাব্লিউ’ শব্দটি সরাতে পারব না, তাই আমরা ওই শব্দটির ব্যাকগ্রাউন্ডে রং করে দিয়েছি, ব্যাস সমস্যার সমাধান হয়ে গেল!’

এই বদলের ফলে টুইটার লোগো বর্তমানে হয়ে উঠেছে টিটার (Titter)। বহু ইউজার জানিয়েছেন, এই রং করার কাজ অনেকদিন ধরেই চলছিল। ব্যবহারকারীরা বলছেন, সদর দপ্তরে আটকানো বোর্ডে টুইটারের ডাব্লিউ শব্দটি অস্পষ্ট দেখাচ্ছিল কিছুদিন ধরে, কী কারণে তা এবার বোঝা গেল।

টুইটার হাতে পাওয়ার পর থেকে ইলন মাস্ক মনের মতো করে সাজিয়ে নিচ্ছেন টুইটার। টুইটার ফিডে এনেছেন পরিবর্তন। সেই সঙ্গে ব্লু ব্যাজ সাবস্ক্রিপশন সহ নানান পরিবর্তন এনেছেন সাইটটিতে। তবে নাম পরিবর্তনের মূল কারণ সম্পর্কে এখনো কিছুই বলেননি ইলন মাস্ক।

সূত্র: ফোর্বস

কেএসকে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।