এয়ার কুলারের বাতাস ঠান্ডা না হলে যা করবেন

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১১:৫১ এএম, ১৬ এপ্রিল ২০২৫

এয়ার কুলার গরমকালে খুবই কার্যকর একটি যন্ত্র, বিশেষ করে যেখানে এসি ব্যবহার করা সম্ভব নয় বা ব্যয়বহুল। তবে অনেক সময় দেখা যায়, কুলার চালু থাকলেও বাতাসে তেমন ঠান্ডা ভাব পাওয়া যায় না।

এই সমস্যা হলে ঘরোয়াভাবে কিছু সহজ পদ্ধতি অনুসরণ করে আপনি কুলারের ঠান্ডা কার্যক্ষমতা বাড়াতে পারেন।

১. পানি ঠিকভাবে আছে কি না তা যাচাই করুন

কুলারের ভেতরে থাকা পানির মাধ্যমে প্যাডগুলো ভিজে থাকে এবং সেখান দিয়ে বাতাস প্রবাহিত হয়ে ঠান্ডা হয়। তাই কুলারে পর্যাপ্ত পানি আছে কি না নিয়মিত দেখুন। পানি একেবারে শেষ হয়ে গেলে কুলার কেবল গরম বাতাস ছাড়বে। ঠান্ডা পানি বা বরফ দেওয়া যেতে পারে ঠান্ডা ভাব বাড়াতে।

২. কুলিং প্যাড পরিষ্কার ও ভালো অবস্থায় আছে কি না দেখুন

কুলিং প্যাডে ধুলা-ময়লা জমে গেলে সেটা সঠিকভাবে ঠান্ডা বাতাস তৈরি করতে পারে না। তাই মাসে অন্তত একবার কুলিং প্যাড খুলে ভালোভাবে পরিষ্কার করুন। যদি প্যাডটি অনেক পুরোনো হয়ে যায় বা পচে যায়, তবে সেটি পরিবর্তন করুন।

৩. ফ্যান ও ব্লোয়ার পরিষ্কার করুন

ময়লা বা ধুলো জমে গেলে ফ্যান ঠিকমতো বাতাস সরবরাহ করতে পারে না। এজন্য ফ্যান ব্লেড বা ব্লোয়ার নিয়মিত পরিষ্কার করুন। যদি শব্দ হয় বা ঘুরতে সমস্যা করে, তাহলে একটু লুব্রিকেন্ট দিয়ে ঘর্ষণ কমাতে পারেন।

আরও পড়ুন

৪. সঠিক অবস্থানে কুলার স্থাপন করুন

যদি কুলার এমন জায়গায় রাখা হয় যেখানে গরম বাতাস ঢোকে, তাহলে কুলারের কার্যক্ষমতা কমে যায়। এজন্য কুলার এমন জায়গায় রাখুন যেখানে বাইরে থেকে ঠান্ডা বাতাস প্রবেশ করতে পারে (যেমন জানালার পাশে)। যদি জানালার পাশে রাখা হয়, তাহলে বাইরের ঠান্ডা বাতাস টেনে এনে ভেতরে ঠান্ডা বাতাস সরবরাহ করতে পারবে।

৫. বরফ ব্যবহার করুন

কিছু কিছু এয়ার কুলারে বরফ রাখার আলাদা জায়গা থাকে। পানির সঙ্গে কিছু বরফ কুলারের রিজার্ভারে যোগ করলে তাৎক্ষণিক ঠান্ডা বাতাস পাওয়া যায়।

৬. ঘরের বাতাস চলাচল নিশ্চিত করুন

কুলার একটি ইভাপোরেটিভ সিস্টেমের মাধ্যমে কাজ করে, তাই ঘরে বাতাস চলাচল প্রয়োজন। ঘরের দরজা-জানালা একেবারে বন্ধ না রেখে একটু ফাঁক রাখুন যাতে বাতাস চলাচল করতে পারে।

৭. বিদ্যুৎ ভোল্টেজ ঠিক আছে কি না দেখুন

কম ভোল্টেজে কুলারের মোটর ভালোভাবে কাজ না করে, ফলে বাতাসও কম ঠান্ডা হয়। প্রয়োজনে ভোল্টেজ স্ট্যাবিলাইজার ব্যবহার করুন।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

কেএসকে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।