‘ইয়ার ইন রিভিউ’ নিয়ে আদালতে ফেসবুক (ভিডিও)

বছর শেষটা মোটেই ভাল যাচ্ছে না ফেসবুকের। ‘ইয়ার ইন রিভিউ’ করে বেশ কিছু ব্যবহারকারীর বছরের দুঃখের ছবিকেই সুখছবি হিসাবে তুলে ধরে সমালোচনার মুখে পড়তে হয়েছে। আর এবার ফেসবুককে পড়তে হচ্ছে আদালতের সামনে।
যুক্তরাষ্ট্রের ফেসবুক ব্যবহারকারীদের অনুমতি ব্যতিত তাদের ব্যক্তিগত মেসেজ স্ক্যানিং করার কারনে আদালতের সামনে পড়তে হচ্ছে বলে জানা গেছে। শুধু তাই নয়, মামলায় হারলে পড়তে হতে পারে জরিমানার সামনেও।
বিচারক ফিলিস হ্যামিল্টন মঙ্গলবার ক্যালিফোর্নিয়ার আদালতে জানান, ফেসবুক অবশ্যই ব্যাবহারকারীদের গোপনীয়তা রক্ষার নীতি ভেঙেছে।ফলে তাদের আইনি ব্যবস্থার সম্মুখীন হতেই হবে৷তবে ফেসবুকের তরফে দাবি করা হয়েছে, তাদের মেসেজ স্ক্যানিংয়ের বিষয়টি ফেডারাল ইলেক্ট্রনিক্স কমিউনিকেশনের প্রাইভেসি আইনের মধ্যেই পড়ে। দুই বছর আগে করা এই মামলায় ফেসবুক হেরে গেলে প্রতি ব্যবহারকারীর জন্য বিশাল অঙ্কের জরিমানা গুনতে হবে কতৃপক্ষকে। শুধু তাই নয়, বন্ধ করতে হবে ম্যাসেজ স্ক্যানিংও।