মঙ্গলযাত্রার সহজ পথ আবিষ্কার

আরও সহজ হল মঙ্গলযাত্রার পথ। গবেষকদের মতে এই পথ অপেক্ষাকৃত নিরাপদ ও কম ব্যায় সাপেক্ষ। নাসার ডিরেক্টর জানিয়েছেন, এটা নাসার জন্য একটা বড় সাফল্য। লক্ষ লক্ষ ডলার খরচ করে মঙ্গল অভিযান করতে হয়। তার থেকে নিস্তার মিলবে এবার। নাসা থেকে প্রকাশিত একটি জার্নালে এই খবর জানানো হয়েছে।