নকিয়ার সাথে টেলিনরের চুক্তি


প্রকাশিত: ০৬:৪৫ এএম, ২৯ ডিসেম্বর ২০১৪

সম্প্রতি সহযোগী প্রতিষ্ঠান ‘টেলিনর ডেনমার্ক’-এর পূর্ণ দখল নেয়া মূল টেলিনর। ডেনমার্কে ভয়েস ওভার এলটিই সেবা সরবরাহের জন্য নকিয়া নেটওয়ার্ককে মনোনীত করে নকিয়ার সাথে চুক্তি করেছে টেলিযোগাযোগ সেবাদাতা কোম্পানি টেলিনর।

এ চুক্তির ফলে নকিয়া নেটওয়ার্কের প্রযুক্তি ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সংশ্লিষ্ট অঞ্চলে ভয়েস কলিং সেবা সরবরাহ করবে টেলিনর। টেলিনরের পক্ষ থেকে এক বিবৃতিতে চুক্তির বিষয়টি নিশ্চিত করা হয়।
 
এলটিই নেটওয়ার্ক ব্যবহার করে ড্যানিশ গ্রাহকদের দ্রুত এবং সেরা ভয়েস কলিং সেবা সরবরাহ নিশ্চিত করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এ বিষয়ে টেলিনরের নেটওয়ার্ক বিভাগের পরিচালক কিম ক্রোগ এন্ডারসন বলেন, ‘ভবিষ্যত্ উন্নত প্রযুক্তির ব্যবহার করে গ্রাহক চাহিদা অনুযায়ী সন্তোষজনক সেবা সরবরাহে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।

ফোরজি বা এলটিই নেটওয়ার্কের মাধ্যমে হাই-ডেফিনিশন ভয়েস কল সেবা সরবরাহের প্রযুক্তিকেই বলা হয় ভিওএলটিই। এ প্রযুক্তির মাধ্যমে সেবা সরবরাহ অপারেটর কোম্পানি ও গ্রাহক, উভয়ের জন্য লাভজনক বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

নকিয়া নেটওয়ার্কের সঙ্গে চুক্তির ফলে টেলিনর ড্যানিশ গ্রাহকদের এক ভিন্ন মাত্রার ভয়েস কলিং সেবা দিতে সক্ষম হবে। এছাড়া উচ্চ প্রযুক্তির এবং দ্রুতগতির নেটওয়ার্ক ব্যবস্থায় সেবা সরবরাহের কারণে ড্রপ কলের সংখ্যা শূন্যের কোঠায় নেমে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।