৩২ জিবি স্টোরেজ পাবেন এই স্মার্টওয়াচে

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০২:৩৪ পিএম, ০৮ জুলাই ২০২৫

জনপ্রিয় গ্যাজেট সংস্থা স্যামসাং অনেক আগেই স্মার্টওয়াচ এনেছে বাজারে। এবার তাদের গ্যালাক্সি সিরিজের ওয়াচ ৮ এবং ওয়াচ ৮ ক্লাসিক দুটি স্মার্টওয়াচ এনেছে বাজারে। সঙ্গে গ্যালাক্সি ওয়াচ আল্ট্রা ২ এসেছে বাজারে। স্মার্টওয়াচগুলোতে একটি ৩এনএম স্যামসাং এক্সয়নস চিপসেট দ্বারা চালিত হবে, যা ওয়ার ওএস ৬-এ চলবে।

তিনটি মডেলেই একটি পিপিজি (ফটোপ্লেথিসমোগ্রাফিক) এবং স্বাস্থ্য ট্র্যাকিংয়ের জন্য একটি ইসিজি সেন্সর থাকবে বলে জানা গেছে। স্মার্টওয়াচ যে এখন শুধু সময় দেখার যন্ত্র নয় তা সবারই জানা। স্বাস্থ্যের খেয়াল রাখা থেকে শুরু করে ব্যবহারকারীর ঘুমের সময় জানায় স্মার্টওয়াচ।

বিজ্ঞাপন

দিনে কতটুকু পানি খেতে হবে, কতটুকু হাঁটলেন, হার্ট ঠিক আছে কি না তা সবই জানাতে থাকে ব্যবহারকারীকে। এমনকি আবহাওয়ার পূর্বাভাসও পাওয়া যাইয় স্মার্টওয়াচ থেকেই। এত কিছুর জন্য স্মার্টওয়াচে স্টোরেজ থাকা খুবই গুরুত্বপূর্ণ। স্যামসাং তাদের এই স্মার্টওয়াচগুলোতে ৩২ জিবি স্টোরেজ দিয়েছে।

স্যামসাং ওয়াচ ৮ এবং ওয়াচ ৮ ক্লাসিক দুটি আকারের ভেরিয়েন্টে পাওয়া যাবে, ৪০এমএম এবং ৪৪ এমএম, যথাক্রমে ১.৩৪ ইঞ্চি এবং ১.৪৭ ইঞ্চি স্ক্রিন সহ। বেস গ্যালাক্সি ওয়াচ ৮-এ অ্যালুমিনিয়াম কেস ব্যবহার করা হতে পারে এবং স্ট্যান্ডার্ড হিসেবে সিলিকন স্পোর্টস ব্রেসলেটও থাকতে পারে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

স্যামসাং গ্যালাক্সি ওয়াচ ৮ ক্লাসিক একটি মাত্র ৪৬এমএম ভেরিয়েন্টে পাওয়া যেতে পারে, যার স্ক্রিন ১.৩৪ ইঞ্চি। রিপোর্টে বলা হয়েছে যে এটি একটি স্টেইনলেস স্টিলের কেস এবং প্রিমিয়াম হাইব্রিড স্ট্র্যাপের সঙ্গে আত্মপ্রকাশ করতে পারে। এতে ৪৪৫ এমএএইচ ব্যাটারি থাকতে পারে।

স্যামসাং ওয়াচ ৮-এর ৪০ মিমি ভেরিয়েন্টে ৩২৫ এমএএইচ ব্যাটারি থাকবে বলে জানা গেছে, যেখানে ৪৪ মিমি মডেলটিতে ৪২৫ এমএএইচ ব্যাটারি আরও বড় হতে পারে। গ্যালাক্সি ওয়াচ ৮ এবং ওয়াচ ৮ ক্লাসিক উভয়ই ব্লুটুথ-অনলি এবং ব্লুটুথ + সেলুলার (৪জি এলটিই) কনফিগারেশনে আসবে বলে জানা গেছে।

তিনটি ঘড়ির ডিসপ্লেতে ৩,০০০ নিট সর্বোচ্চ উজ্জ্বলতা এবং ৩২৭ পিপিআই পিক্সেল ঘনত্ব থাকবে, যা উপরে নীলকান্তমণি কাচ দ্বারা সুরক্ষিত থাকবে। সেন্সরের ক্ষেত্রে, স্যামসাং গ্যালাক্সি ওয়াচ ৮ সিরিজ এবং ওয়াচ আল্ট্রা ২-তে অ্যাক্সিলোমিটার, অল্টিমিটার, জাইরোস্কোপ, লাইট সেন্সর, জিওম্যাগনেটিক সেন্সর, পিপিজি সেন্সর, ইসিজি সেন্সর এবং একটি বিআইএ (বায়োইলেকট্রিকাল ইম্পিডেন্স অ্যানালাইসিস) সেন্সর থাকবে বলে জানা গেছে। তিনটি মডেলই ম্যাগনেটিক ওয়্যারলেস চার্জিং সমর্থন করবে বলে আশা করা হচ্ছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

সূত্র: গ্যাজেট ৩৬০

কেএসকে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।