সবচেয়ে দামি স্টার্টআপ জিওয়ামি


প্রকাশিত: ০৪:০৫ এএম, ০১ জানুয়ারি ২০১৫

চীনভিত্তিক স্মার্টফোন নির্মাতা কোম্পানি জিওয়ামি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরুর চার বছরের মাথায় বিশ্বের সবচেয়ে দামি স্টার্টআপ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। বর্তমানে প্রতিষ্ঠানটির বাজারমূল্য দাঁড়িয়েছে সাড়ে ৪ হাজার কোটি ডলার। এছাড়া স্মার্টফোনের বিক্রির দিক থেকে স্যামসাং ও অ্যাপলের পরই জিয়াওমির স্থান।

জিওয়ামির সহপ্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট বিন লিনের বিবৃতি অনুযায়ী, প্রতিষ্ঠানটির বিনিয়োগকারীদের তালিকায় রয়েছে ইকুইটি ফান্ড অল-স্টার ইনভেস্টমেন্ট, ডিএসটি গ্লোবাল, হপু ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট, ইয়ংফেং ক্যাপিটাল এবং সিঙ্গাপুরভিত্তিক জিআইসি। প্রতিষ্ঠার কয়েক বছরের মধ্যেই প্রতিষ্ঠানটির এ উত্থানকে বিস্ময়কর বলে আখ্যায়িত করেছেন বিশ্লেষকরা।

জিওয়ামির এ অগ্রগতিতে সবচেয়ে বেশি অবদান রেখেছে কম দামের স্মার্টফোন ডিভাইস। প্রতিষ্ঠানটি চীনের বাজারে কম দামের স্মার্টফোন ডিভাইস সরবরাহের মাধ্যমে দক্ষিণ কোরিয়াভিত্তিক ইলেকট্রনিক পণ্য নির্মাতা কোম্পানি স্যামসাংকেও ছাড়িয়ে গেছে।

এদিকে নতুন বছরের শুরুতেই ফ্লাগশিপ ডিভাইস উন্মোচনের জন্য কাজ করছে জিওয়ামি, যা প্রতিষ্ঠানটির ডিভাইস বিক্রি আরো এক ধাপ বাড়াতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।