উন্মুক্ত হলো ভাইবারসহ পাঁচ সেবা

বন্ধ হওয়ার পাঁচ দিন পর খুলে দেয়া হয়েছে ভাইবার ও ট্যাঙ্গোসহ সামাজিক যোগাযোগের পাঁচটি ভয়েস ও মেসেজিং সেবা। বুধবার দিবাগত রাত ১২টা থেকে বন্ধ হওয়া এসব সেবা খোলা পাওয়া যাচ্ছে।
বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি) সূত্রে জানা গেছে, সরকারের কাছ থেকে নতুন কোনো নির্দেশনা না আসায় ভাইবার, ট্যাঙ্গো, হোয়াটসঅ্যাপ, মাইপিপল ও লাইন খুলে দেওয়া হয়েছে।
বিনা খরচে কথা বলা ও নিজেদের অবস্থান গোপন রেখে কথা বলার জন্য বিরোধী রাজনৈতিক দলের নেতা-কর্মীরা সাম্প্রতিক সময়ে যোগাযোগের জন্য ভাইবার ব্যবহার করেছেন। এমন তথ্যের পরিপেক্ষিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে বিটিআরসি থেকে এ ব্যাপারে নির্দেশনা দেওয়া হয় মুঠোফোন কোম্পানি ও আইজিডব্লিউগুলোর কাছে। সে অনুযায়ী শনিবার রাত থেকে ভাইবার ও ট্যাঙ্গো সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।
এর একদিন পর ভাইবার ও ট্যাঙ্গো বন্ধের মেয়াদ আরও বাড়ানো হয় এবং একই সাথে হোয়াটসঅ্যাপ, মাইপিপল ও লাইন বন্ধ করে দেয়া হয়।
আরএস