টেলিটকে বিকাশ


প্রকাশিত: ০৪:৩২ এএম, ০৩ ফেব্রুয়ারি ২০১৫

সরকারি মোবাইল অপারেটর কোম্পানি টেলিটক-এর গ্রাহকরা খুব শিগগিরই বিকাশ ওয়ালেটের মাধ্যমে ফিন্যানশিয়াল সার্ভিস ব্যবহার করতে পারবে।

সোমবার টেলিটকের সঙ্গে এ সংক্রান্ত একটি নেটওয়ার্ক শেয়ারিং চুক্তি স্বাক্ষর করেছে বিকাশ কর্তৃপক্ষ।

বর্তমানে গ্রামীণফোন, বাংলালিংক, রবি এবং এয়ারটেলের গ্রাহকরা নেটওয়ার্ক ব্যবহার করে মোবাইলের মাধ্যমে বিকাশ-এর অর্থ আদান প্রদানের সেবা পাচ্ছে।

টেলিটকের এমডি গিয়াস উদ্দিন আহমেদ বলেন, এই চুক্তির ফলে আমাদের গ্রাহকরা বিকাশ সেবা ব্যবহার করতে পারবে, যা এই মুহূর্তে বাংলাদেশের সাধারণ মানুষের জন্য একটি নিত্যপ্রয়োজনীয় সেবা।

টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক গিয়াস উদ্দিন আহমেদ এবং বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদীর চুক্তিতে সই করেন।

বিএ/পিআর

জাগোনিউজের খবর পেতে ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।