প্লে-স্টোরের অ্যাপ ডাউনলোডে সতর্কতা


প্রকাশিত: ১০:৫৫ এএম, ০৮ ফেব্রুয়ারি ২০১৫

অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীরা প্লে-স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করার ক্ষেত্রে সতর্ক হন। সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, প্লে-স্টোরের অ্যাপগুলোতে যে হিডেন কোড থাকে তা আপনার ফোনের নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ। আভেস্টের এক গবেষণায় এই তথ্য উঠে এসেছে।

সম্প্রতি কয়েকজন স্মার্টফোন ব্যবহারকারী এই ধরনের সমস্যার সম্মুখীনও হয়েছেন। মূলত দেখা গেছে, প্লে-স্টোরের এই অ্যাপগুলোর সঙ্গে হিডেন লিঙ্কের মাধ্যমে বিভিন্ন অ্যাড পেজ যুক্ত থাকে। এই অ্যাড পেজগুলোই ফোনের নিরাপত্তায় বিঘ্ন ঘটায়।

গবেষণাকারী সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, এগুলো মূলত আপনার স্মার্টফোনের গতিকে ধীর করে দেয়। এছাড়া এগুলো আপনার মোবাইলের সফটওয়্যারেরও ক্ষতি করতে পারে। তাই প্লে-স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করার আগে সতর্ক থাকুন।

আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।