ফেসবুকে অর্থ লেনদেনের সুবিধা

ফেসবুক বন্ধুকে টাকা দেওয়ার জন্য আর বাড়তি কোনো ঝামেলা পোহাতে হবে না। কারণ অনলাইনেই অর্থ আদান-প্রদানের উপায় আনছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক।
মঙ্গলবার এক ঘোষণায় ফেসবুক জানিয়েছে, মোবাইলের জন্য ব্যবহৃত ম্যাসেঞ্জার অ্যাপের মাধ্যমে ভবিষ্যতে অর্থ লেনদেন করা যাবে। ফেসবুকের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, পরবর্তীতে চ্যাট ফিচার ব্যবহার করে ডেস্কটপ থেকেও অর্থ আদান-প্রদানের সুবিধা পাওয়া যাবে। শুধু ১৮ বছরের চেয়ে বেশি বয়সের ব্যবহারকারীরা এ সুবিধা পাবেন।
অর্থ প্রেরণের প্রক্রিয়া যেমন হবে:
১. বন্ধুর সঙ্গে একটি মেসেজ অপশন ওপেন করতে হবে
২. $ আইকনে ট্যাপ করতে হবে এবং অর্থের পরিমাণ উল্লেখ করে দিতে হবে
৩. উপরের ডানপাশে ট্যাপ করে ডেবিট কার্ড উল্লেখ করতে হবে
অর্থ গ্রহণের জন্য:
১. বন্ধুর সঙ্গে একটি মেসেজ অপশন ওপেন করতে হবে
২. মেসেজে ‘অ্যাড কার্ট’-এ ট্যাপ করতে হবে এবং টাকা গ্রহণের জন্য ডেবিট কার্ড অ্যাড করতে হবে (প্রথমবার)।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, এ প্রক্রিয়ায় টাকা লেনদেন হয়ে ব্যাংক অ্যাকাউন্টে যোগ হতে তিন দিন সময় লাগবে। এছাড়া এই লেনদেনের জন্য মোবাইল ফোনও চালু রাখতে হবে।
ফেসবুক প্রাথমিকভাবে শুধু যুক্তরাষ্ট্রেই এই সুবিধা চালু করতে যাচ্ছে। বাংলাদেশে তা কবে চালু হবে, এ বিষয়ে কোনো তথ্য জানা যায়নি। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে হাফিংটন পোস্ট।
আরআইপি/এআরএস