অ্যাপেল ওয়াচকে টেক্কা দিতে নতুন জোট গঠন


প্রকাশিত: ০৫:৫৯ এএম, ২২ মার্চ ২০১৫

স্মার্টঘড়ি উৎপাদনে গুগল ও ইন্টেলের সঙ্গে জোট বাঁধতে যাচ্ছে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান ট্যাগ হিউয়া। ফ্যাশনেবল  প্রযুক্তিপণ্যের বাজারে অ্যাপেল ওয়াচকে টেক্কা দিতেই নতুন জোট গঠন করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়। নতুন জোটের তৈরি স্মার্টঘড়ি এ বছরই বাজারে আসবে।

প্রযুক্তিপণ্যের বাজারে আধিপত্য বাড়াতে তীব্র প্রতিযোগিতায় নেমেছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো। নতুন প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে মার্কিন প্রযুক্তি কোম্পানি অ্যাপেল। প্রতিষ্ঠানটি তাদের অ্যাপল ওয়াচ ডিভাইসের মাধ্যমে বাজার মাত করতে যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। অ্যাপলের ঘোষণা অনুযায়ী, আগামী মাসের ২৪ তারিখ থেকেই অ্যাপলের প্রথম পরিধেয় প্রযুক্তিপণ্যটি বাজারে পাওয়া যাবে।  আর আগামী মাসের ১০ তারিখ থেকে ডিভাইসটি প্রি অর্ডারের জন্য উন্মুক্ত করা হচ্ছে। অ্যাপলের নতুন পরিধেয় প্রযুক্তিপণ্যটিকে দামি ডিভাইসের শ্রেণীতেই ফেলা যায়। কারণ ডিভাইসটির সর্বনিম্ন দাম ৩৫০ ডলার হলেও এর স্বর্ণখোচিত সংস্করণের দাম পড়বে ১৭ হাজার ডলার। এ কারণে নিজেদের অবস্থান শক্তিশালী করতে উদ্যোগী হয়ে উঠেছে সংশ্লিষ্ট অন্যান্য প্রতিষ্ঠান। আর এরই ধারাবাহিকতায় নতুন জোটটি তৈরি হচ্ছে।

পরিধেয় প্রযুক্তিপণ্যের ক্ষেত্রে প্রয়োজনীয় সেবার পাশাপাশি ফ্যাশনও গুরুত্বপূর্ণ বিষয়। এ কারণে অ্যাপলের মতো প্রতিষ্ঠান তাদের ডিভাইসকে ফ্যাশনেবল হিসেবেই গ্রাহকদের সামনে উপস্থাপন করতে যাচ্ছে।

নতুন জোটটি তাদের স্মার্টঘড়ি এ বছরই বাজারে আনবে। এতে ইন্টেল ও গুগলের প্রযুক্তি ব্যবহার করা হবে। বাজার বিশ্লেষকদের মতে, ইন্টেলের চিপ প্রযুক্তি ও গুগলের অ্যান্ড্রয়েড ওয়্যার সেবা এবং ট্যাগের ফ্যাশন ধারণা স্মার্টঘড়ির বাজারে নতুনত্ব আনবে।

উল্লেখ্য, ফ্যাশনেবল ঘড়ি তৈরিতে বাজারে এরই মধ্যে ট্যাগের বেশ সুনাম রয়েছে। নতুন জোটের বিষয়ে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা জিন-ক্লডি বিভার বলেন, ‘নতুন স্মার্টঘড়ি উত্পাদনে সুইজারল্যান্ড ও সিলিকন ভ্যালির মধ্যে নতুন সম্পর্ক স্থাপিত হতে যাচ্ছে। এতে বর্তমানের চেয়ে আরো উন্নত প্রযুক্তির ও ফ্যাশনেবল ঘড়ি তৈরি সম্ভব হবে।’

অনেকেই মনে করছেন, নতুন ডিভাইসটির মাধ্যমে অ্যাপল বিপুল অর্থ উপার্জন করতে যাচ্ছে। কিন্তু প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলোর আগ্রাসী অংশগ্রহণ বাজারটিতে অ্যাপলকে একচ্ছত্র ব্যবসা করতে দেবে না বলেই মনে করা হচ্ছে। খবর ওয়াল স্ট্রিট জার্নাল।

আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।