মাইক্রোসফটের মুনাফা কমেছে ১২ শতাংশ

শীর্ষ সফটওয়্যার নির্মাতা কোম্পানি মাইক্রোসফটের ২০১৪-১৫ অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) মুনাফা কমেছে ১২ শতাংশ। এ সময় কোম্পানিটির মুনাফা হয়েছে ৫০০ কোটি ডলার। মুনাফা কমলেও মার্কিন প্রতিষ্ঠানটির রাজস্ব ৬ শতাংশ বেড়ে ২ হাজার ১৭০ কোটি ডলারে দাঁড়িয়েছে। গত বৃহস্পতিবার চলতি বছরের প্রথম তিন মাসের আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়। খবর বিবিসি ও এএফপি।
তৃতীয় প্রান্তিকের ফলাফলে মার্কিন ডলারের শক্তিশালী হয়ে ওঠার বিষয়টি যথেষ্ট প্রভাব ফেলেছে। এছাড়া জানুয়ারি-মার্চ সময়ে অধিকৃত নকিয়ার সেলফোন বিভাগকে নিজেদের ব্যবসার সঙ্গে যুক্ত করতে এবং পূর্ণাঙ্গ ব্যবসা ঢেলে সাজাতে অতিরিক্ত ১৯ কোটি ডলার ব্যয় করে মাইক্রোসফট, যার প্রভাব পড়েছে প্রতিষ্ঠানটির গত প্রান্তিকের আর্থিক ফলাফলে।
যদিও এ সময় ক্লাউড কম্পিউটিং খাতে বিক্রি দ্বিগুণ হয়েছে। গত অর্থবছরের একই সময়ের তুলনায় ক্লাউড কম্পিউটিং খাত থেকে মাইক্রোসফটের রাজস্ব প্রবৃদ্ধি হয়েছে ১০৬ শতাংশ, যা প্রতিষ্ঠানটির পূর্বাভাসকে অতিক্রম করেছে। এ কারণে মাইক্রোসফটের শেয়ারের মূল্যও বৃদ্ধি পায় এক ধাপ। এছাড়া ক্লাউড কম্পিউটিং সেবা খাত থেকে ৬৩০ কোটি ডলার বার্ষিক মুনাফা লাভের আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।
এ বিষয়ে মাইক্রোসফটের প্রধান নির্বাহী কর্মকর্তা সত্য নাদেলা বলেন, ‘গত প্রান্তিকে প্রতিষ্ঠানটির ক্লাউড সেবায় উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হয়েছে।’ ব্যবসা ঢেলে সাজানোর মধ্য দিয়ে মূলত যেসব খাতে অধিক গুরুত্ব দেয়া হয়েছে, সেসব খাতে আয়ের পরিমাণ বেড়েছে মাইক্রোসফটের। আর এ কারণে মুনাফা কমলেও হতাশ হওয়ার কিছু নেই বলেই মনে করা হচ্ছে।
মাইক্রোসফটের প্রধান আর্থিক কর্মকর্তা অ্যামি হুড বলেন, ‘তৃতীয় প্রান্তিকের আর্থিক ফলাফলে বেশকিছু ইতিবাচক দিক রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো শক্তিশালী পরিচালন এবং আর্থিক ব্যবস্থাপনা।’ দ্রুত বর্ধনশীল খাতগুলোয় বিনিয়োগ এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
এআরএস/এমএস