স্যামসাং ও বাংলালিংকের নতুন অফার


প্রকাশিত: ১০:০৭ এএম, ২৭ এপ্রিল ২০১৫

স্যামসাং মোবাইল বাংলাদেশ গ্রাহকদের জন্য নিয়ে এসেছে আরো একটি চমকপ্রদক অফার। এখন আগ্রহী গ্রাহকরা বিশ্বের অগ্রণী ব্র্যান্ড স্যামসাং এর ফিচার ফোন কিনতে পারবেন আরো সাশ্রয়ী মূল্যে। এখন স্যামসাং গুরু মিউজিক ২ এবং মেট্রো ৩১২ কিনলে গ্রাহকরা বাংলালিংক সংযোগে ৫০০ মিনিট ফ্রি টক টাইম এবং ১০০ মেগাবাইট ইন্টারনেট পাবেন।

এই অফারের আওতায় স্যামসাং গুরু মিউজিক ২ এখন পাওয়া যাবে মাত্র ১,৭৯০ টাকায় (পূর্বমূল্য ২,২৯০ টাকা) এবং মেট্রো ৩১২ পাওয়া যাবে ২,৩৯০ টাকায় (পূর্বমূল্য ২,৭৯০ টাকা)। অফার এর টকটাইম তিন মাস পর্যন্ত প্রযোজ্য থাকবে।

এই নতুন অফার সম্পর্কে স্যামসাং বাংলাদেশ এর হেড অফ মোবাইল হাসান মেহদী বলেন, “স্যামসাং গুরু মিউজিক ২ এবং মেট্রো ৩১২ দেশজুড়ে এমন সব গ্রাহকদের জন্য নিয়ে আসা হয়েছে যাদের প্রয়োজন একটি বেসিক ফোন। গ্রাহকদের জন্য সাশ্রয়ী মূল্যে বিস্তৃত পর্যায়ে মোবাইল নিয়ে যাওয়ার জন্য আমাদের উদ্যোগে আমরা আরো প্রতিজ্ঞাবদ্ধ।”

এ সম্পর্কে বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেড এর মার্কেটিং ডিরেক্টর সোলাইমান আলম বলেন, “এই যৌথ উদ্যোগের সর্বাত্মক সাফল্য কামনা করছি এবং আমাদের গ্রাহকদের জন্য থাকছে শুভেচ্ছা।”

স্যামসাং গুরু মিউজিক ২ এবং মেট্রো ৩১২ ফোন দুটিতে রয়েছে ২ ইঞ্চি ডিসপ্লে এবং ডুয়াল সিম সুবিধা। ফোন দুটিতে আরো আছে দীর্ঘমেয়াদী ব্যাটারী, এফ এম রেডিও এবং এমপিথ্রি প্লেয়ার।

এআরএস/আরআই

জাগোনিউজের খবর পেতে ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।