চালকবিহীন ১৮ চাকার ট্রাক!

শিরোনাম দেখে অবাক লাগলেও সত্যিই এমন অদ্ভুত ট্রাক তৈরি করেছেন জার্মানীর ডিয়ামলার কোম্পানীর ব্যাবস্থাপক।
প্রতিষ্ঠানটির ব্যাবস্থাপনা বোর্ডের একজন সদস্য বলেন হাইওয়ে রাস্তাগুলোতে চালকবিহীন এ ট্রাকটি নির্বিঘ্নে চলাচল করতে পারবে। গাড়ীটির বিশেষত্ব স্বরূপ তিনি বলেন, এটি মুলত কম্পিউটার অপারেটিং দ্বারা নিয়ন্ত্রিত এবং গাড়িটিতে ১৮টি চাকা সংযোজন করা হয়েছে।
ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের চারটি রাজ্যে এ গাড়িটি পরীক্ষামূলক পরিচালনার অনুমোদন পেয়েছে এবং প্রতিষ্ঠান টি জানিয়েছে পরীক্ষামূলক কার্যক্রম সফল হলেই আগ্রহী ক্রেতাদের চাহিদার কথা ভেবে দেখা হবে।
আরএএইচ/এলএ