কিভাবে ব্যবহার করবেন ফ্রি ইন্টারনেট


প্রকাশিত: ০২:৩৭ পিএম, ১০ মে ২০১৫

বাংলাদেশে প্রথমবারের মতো চালু হলো ফ্রি ইন্টারনেট সেবা। রোববার থেকে দেশের গ্রাহকগণ এই সুবিধা ভোগ করতে পারছেন। সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, রবি আজিয়াটা এবং ফেসবুকের উদ্যোগে এই সেবা চালু হয়েছে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের কর্মকর্তারা জানান, প্রথম পর্যায়ে জাতীয় তথ্য বাতায়ন, সার্ভিস পোর্টাল, ন্যাশনাল ফর্ম পোর্টাল এবং কিছু সংবাদপত্রসহ সরকারি ওয়েবসাইট বিনামূল্যে লগইন সুবিধা পাওয়া যাবে। পর্যায়ক্রমে সরকারের সব সেবা সাইট এর আওতায় আসবে।

ফ্রি ইন্টারনেট সার্ভিস চালু করতে করনীয়-

প্রথমে internet.org এর অফিসিয়াল Appটি ফোনে ইনস্টল করতে হবে। তারপর এই Appটি দিয়ে বেশ কিছু সাইট বিনামূল্যে ব্রাউজ করা যাবে। এছাড়া ইনস্টল করার পর ওই Appটিতেই পাওয়া যাবে কোন কোন সাইট বিনামূল্যে ব্রাউজ করা যাবে।

তবে রবি গ্রাহকরা বিনামূল্যে দেয়া সেবাগুলোর বাইরে কোন ওয়েবসাইট ভিজিট করতে বা ভিডিও দেখতে চাইলে সাধারণ ইন্টারনেট চার্জ প্রযোজ্য হবে। কোন ডাটা প্যাক কেনা না থাকলে ইন্টারনেট ডটওআরজি ব্যবহারের সময়ও গ্রাহক তার পছন্দের প্যাকেজ বেছে নিতে পারবেন। গ্রাহক কোন প্যাকেজ না কিনে থাকলে বিনামূল্যে প্রদান করা সেবাগুলোর বাইরে কোন ওয়েবসাইট ভিজিট করতে বা ভিডিও দেখতে চাইলে তখন সাধারণ ইন্টারেনট চার্জ প্রযোজ্য হবে।

যদি ডাটা প্যাক না থাকে এবং গ্রাহক কোন প্যাকেজ না কিনে ভিডিও কন্টেন্ট দেখতে চান তবে পে-পার-ইউজের ভিত্তিতে চার্জ প্রযোজ্য হবে।

উল্লেখ্য, একমাত্র রবি’র গ্রাহকরাই ইন্টারনেট ডটওআরজি অ্যাপটি ব্যবহারের সুযোগ পাবেন।

আরএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।