মঙ্গলে ট্রাফিক সিগন্যাল


প্রকাশিত: ০৫:০০ এএম, ০১ অক্টোবর ২০১৪

সৌরজগতের লাল গ্রহ মঙ্গলের প্রাণীরা ট্রাফিক সিগন্যাল মেনে রাস্তা পার হয় নাকি? নাসার রোবটিক রোভার কিউরিওসিটির ক্যামেরায় তোলা মঙ্গলের একটি দৃশ্য দেখে সেরকমই মনে করছেন এক ব্রিটিশ।

জোসেফ হোয়াইট নামের ওই ব্যক্তি বলেছেন, ‘প্রথম থেকেই আমি নাসার সব ছবি লক্ষ্য করি। প্রতিদিনই নাসার ওয়েবসাইটে ঢুকি।’

একদিন ওয়েবসাইটে কিউরিওসিটির পাঠানো কিছু ছবি দেখছিলেন জোসেফ। হঠাৎ তার চোখ আটকে যায় একটা ছবিতে। জোসেফ বলেন, ‘আমি ছবিটা দেখেই থমকে যাই। খুব উদ্ভট লাগল ছবিটা।’

ছবিটা খুব ভালো করে পর্যবেক্ষণ করে জোসেফ দেখলেন, ট্রাফিক সিগন্যালের একটা স্মৃতিচিহ্ন যেন পড়ে আছে মঙ্গলের মাটিতে। আসলে তা মঙ্গলের একটা পাথর। কিন্তু জোসেফ কল্পনা করেছেন, লাল-হলুদ-সবুজ বাতির ট্রাফিক সিগন্যাল। সূত্র : এনডিটিভি

জাগোনিউজের খবর পেতে ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।