হোয়াটসঅ্যাপ ওয়েবে নতুন ফিচার

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০১:১২ পিএম, ০৭ এপ্রিল ২০২২

প্রতিনিয়তই ব্যবহারকারীদের জন্য আপডেট নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ। বর্তমানে বিশ্বের অন্যতম ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপে পরিণত হয়েছে প্ল্যাটফর্মটি। নতুন নতুন ফিচার যুক্ত করায় ব্যবহারকারীর সংখ্যাও বাড়ছে দিন দিন।

এবার ওয়েব ভার্সনের জন্য প্ল্যাটফর্মটি আর্কাইভ চ্যাট ফিচার পরীক্ষা করছে। এই নতুন সংযোজন ব্যবহারকারীদের চ্যাটবক্সে বিশৃঙ্খলতা কমাতে এবং তাদের মেসেজগুলো ভালোভাবে সংরক্ষণ করতে সহায়তা করবে।

বিজ্ঞাপন

তবে আপাতত হোয়াটসঅ্যাপের ইউনিভার্সাল উইন্ডোজ প্ল্যাটফর্মের বিটা ব্যবহারকারীরা এই ফিচারটি অ্যাক্সেস করতে পারবেন।

আর্কাইভ চ্যাট ফিচারটি উইন্ডোজ বিটা ২.২২১৩.৩.০ ভার্সনে উপলব্ধ হবে। তবে ফিচারটি ততটাও মসৃণ হবে না, কারণ আর্কাইভ করা এই চ্যাট লিস্ট রিফ্রেশ হবেনা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এদিকে লেটেস্ট বিটা রিলিজে মিডিয়া, ফাইল, লিঙ্ক, এনক্রিপশন এবং গ্রুপের জন্য নতুন আইকন দেখা যাবে। হোয়াটসঅ্যাপ বিটা টেস্টাররা মাইক্রোসফট স্টোরের মাধ্যমে এই লেটেস্ট ভার্সনে মোবাইল অ্যাপটি আপডেট করতে পারবেন।

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

সূত্র: এনডিটিভি গ্যাজেট

কেএসকে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।