অ্যামাজন আনছে টিকটকের মতো ভিডিও তৈরির ফিচার

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০৩:০৮ পিএম, ২৫ আগস্ট ২০২২

বিশ্বের অন্যতম জনপ্রিয় ই-কমার্স সাইট অ্যামাজন। জনপ্রিয়তা আরও বাড়াতে নতুন ফিচার আনছে সাইটটি। টিকটকের জনপ্রিয়তা ছাপিয়ে গেছে সবকিছুই। তার ধারে কাছেও ঘেঁষতে পারছে না কেউই। বিগত কয়েক বছর ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর মধ্যে শীর্ষ স্থান দখল করে রেখেছে টিকটক।

এজন্য ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব এনেছে টিকটকের মতো নানা ফিচার। এবার সেই পথেই পা বাড়ালো বিশ্বের জনপ্রিয় ই-কমার্স সাইট অ্যামাজন। তাদের নতুন ফিচারের মাধ্যমে গ্রাহকরা বিভিন্ন ধরনের পণ্যের ভিডিও এবং ছবি দেখতে পাবেন বলে জানিয়েছে অ্যামাজন।

বিজ্ঞাপন

বর্তমানে কম বয়সীদের মধ্যে শর্ট ভিডিওর জনপ্রিয়তা অনেক বেশি। সেই বিষয়টি মাথায় রেখেই অ্যামাজন তাদের প্ল্যাটফর্মে টিকটকের মত শর্ট ভিডিও ফিচার নিয়ে আসতে চলেছে। এছাড়াও ই-কমার্স সংস্থাটি তাদের শপিং অ্যাপকে আরও জনপ্রিয় করে তুলতেই নতুন ইন্টারফেস আনছে বলেই মনে করছেন অনেকে। বর্তমানে এটি বিটা টেস্টের পর্যায়ে আছে। শুধু অ্যামাজনের কয়েকজন কর্মীদের মধ্যে চালু করা হয়েছে পরীক্ষামূলকভাবে।

টিকটকের মতোই এখানে শর্ট ভিডিও তৈরি করা যাবে। তবে সেই শর্ট ভিডিও হবে মূলত বিভিন্ন ধরনের পণ্য নিয়ে। গ্রাহকরা এতে আরও ভালোভাবে দেখে ও বুঝে নিতে পারবেন পণ্য সম্পর্কে। এছাড়াও অ্যামাজন বিভিন্ন ধরনের পণ্যের লাইভ ভিডিও এবং প্রমোশনও চালু করবে। অর্থাৎ শর্ট ভিডিওর মাধ্যমে বিভিন্ন পণ্য গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়া হবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

সূত্র: টেকক্রাঞ্চ

কেএসকে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।