পুনর্লিখন কাগজ উদ্ভাবন


প্রকাশিত: ০৮:৪৮ এএম, ০৪ ডিসেম্বর ২০১৪

কালি এবং কাগজের দিন বুঝি শেষ হয়ে এল। কেননা, এবার উদ্ভাবিত হয়েছে এমন এক কাগজ যাতে লিখতে কালি তো লাগবেই না, উল্টো পূর্বের লেখা মুছে বারবার লেখা যাবে।

ডেইলি মেইল এক খবর অনুযায়ী- যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির গবেষকরা এ কাগজ উদ্ভাবন করছেন। প্রাথমকি পর্যায় হলেও রেজ্যুলেশনের কোনো পরিবর্তন ছাড়াই এ কাগজে অন্তত ২০ বার পুনর্লিখন করা যাবে ।

উদ্ভাবকরা জানান, রেডক্স ডাই ব্যবহার করে তৈরি এ কাগজে আল্ট্রাভায়োলেটের লাইটের সাহায্যে লেখা হবে। এ জন্য অন্তত ১১৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার প্রয়োজন হবে। অবশ্য সাধারণ প্রিন্টারেই ২০০ ডিগ্রি তাপমাত্রা উৎপাদন করা যায়।

গবেষক দলের সদস্য ইয়াদং ইন জানান, এ পুনর্লিখনযোগ্য কাগজে অতিরিক্ত কালির কোনো প্রয়োজন নেই, যা অর্থনৈতিক এবং পরিবেশগত সুবিধা রয়েছে। তার দল বর্তমানে এ কাগজের লেখা অন্তত ৩ দিন পর্যন্ত অবিকৃত রাখার চেষ্টা চালাছে, যাতে সংবাদপত্রসহ অন্যান্য কাজে এ কাগজ ব্যবহার করা যায়।

এছাড়া বাণিজ্যিকভাবে লাভজনক করতে এ কাগজকে ১০০ বার পুনর্লিখনযোগ্য করার চেষ্টা চালানো হচ্ছে বলেও জানান তিনি।

জাগোনিউজের খবর পেতে ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।