`২৫১ রুপির স্মার্টফোনে শতাব্দীর সবচেয়ে বড় দুর্নীতি`


প্রকাশিত: ১১:২৩ এএম, ২৭ ফেব্রুয়ারি ২০১৬

বাজারে আসা ২৫১ রুপির সবচেয়ে সস্তা স্মার্টফোন নিয়ে ভারতে শতাব্দীর সবচেয়ে বড় দুর্নীতি হয়েছে বলে অভিযোগ করেছেন কংগ্রেস সাংসদ প্রমোদ তিওয়ারি। তিনি বলেছেন, বিশ্বের সবচেয়ে কমদামী স্মার্টফোনের কথা বলে বাজারে যে ফোন ছাড়া হয়েছে তাতে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) মেয়াদে সবচেয়ে বড় দুর্নীতি হয়েছে।

দেশটির মোবাইল ফোন প্রস্তুতকারী কোম্পানি রিঙ্গিং বেলস কোম্পানি ২৫১ রুপিতে স্মার্টফোন ফ্রিডম-২৫১ তৈরি করেছে। কয়েকদিন আগেই ব্যাপক ঢাকঢোল পিটিয়ে এটি বাজারে ছাড়া হয়। কমদামী এই ফোন কিনতে কোম্পানির ওয়েবসাইটে সেকেন্ডে কয়েক লাখ আবেদন জমা পড়ে। পরে ওয়েবসাইটে নিবন্ধন সাময়িক সময়ের জন্য বন্ধ রাখা হয়।

রাজ্যসভায় প্রমোদ তিওয়ারি বলেন, রিঙ্গিং বেলস তাদের পরিকল্পনায় যত টাকা যোগাড় করেছে, তা এক জায়গায় এনে সুরক্ষিত করতে হবে। ফ্রিডম ২৫১ ফোন সম্পর্কে যে প্রতারণার অভিযোগ উঠেছে সে সংক্রান্ত তথ্য সরকারের স্পষ্ট করা উচিত।

তিনি বলেন, এটা নিয়ে আমার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। এ সরকার বড় একটি কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ছে। বিজেপির আমলে শতাব্দীর সবচেয়ে বড় কেলেঙ্কারির ঘটনা হবে এই ফোন নিয়ে। এ পণ্যটি উদ্বোধনের সময় বিজেপি নেতারা উপস্থিত ছিলেন। কেলেঙ্কারির সঙ্গে তারা সংশ্লিষ্ট আছেন। তারা মেক ইন ইন্ডিয়ার কথা বললেও মেক ইন ফ্রড করছে।

এর আগে রিঙ্গিং বেলস দাবি করেছিল, তাদের এই পরিকল্পনায় সরকারের ‘সমর্থন’ রয়েছে। তবে কোম্পানিটি বলছে, ফোন কিনতে যারা অনলাইনে রেজিস্ট্রেশন করেছিলেন তাদের মধ্যে ২৫ লাখ ক্রেতাকে এই ফোন দেওয়া হবে।

এসআইএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।