ডিজিটাল অবকাঠামো উন্নয়নে সহযোগিতা দিতে চায় ফিনল্যান্ড

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮:০০ পিএম, ২২ মার্চ ২০২৩

ফিনল্যান্ড বাংলাদেশে ডিজিটাল সংযুক্তি, ৫জি এবং ডিজিটাল নিরাপত্তা বিষয়ে প্রযুক্তিগত সহযোগিতা প্রদানের আগ্রহ প্রকাশ করেছে। বাংলাদেশে নিযুক্ত ফিনল্যান্ডের রাষ্ট্রদূত রিতভা কাউককু রুনদি টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বারের সঙ্গে সাক্ষাৎকালে এ আগ্রহের কথা ব্যক্ত করেন।

বুধবার (২২ মার্চ) বাংলাদেশ সচিবালয়ে এ সাক্ষাৎ হয়।

বৈঠকে উভয় পক্ষ ডিজিটাল সংযুক্তি, ৫জি এবং ডিজিটাল নিরাপত্তা ছাড়াও দ্বিপাক্ষিক সহযোগিতা ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন।

মন্ত্রী বাংলাদেশ ও ফিনল্যান্ড-এর সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, ফিনল্যান্ড বাংলাদেশের পরীক্ষিত বন্ধু। আগামী দিনের বর্ধিত চাহিদা মেটাতে তৃতীয় সাবমেরিন ক্যাবলে সংযুক্ত হওয়ার কাজ চলছে। দেশের শতকরা ৯৮ ভাগ এলাকা ৪জি মোবাইল নেটওয়ার্কের আওতায় আনা হয়েছে। দেশের প্রতিটি ইউনিয়ন ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগের আওতায় এসেছে।

আরও পড়ুন: শেখ হাসিনার আদর্শ ধারণ করলে মেয়েরা প্রতিষ্ঠিত হতে পারবে

বৈঠকে ফিনল্যান্ডের অনাবাসিক রাষ্ট্রদূত বাংলাদেশের ডিজিটাল সংযুক্তিসহ ডিজিটাল অবকাঠামো খাতে অর্জিত সফলতার প্রশংসা করেন। বাংলাদেশের ডিজিটাল কর্মসূচি বিশ্বব্যাপী অনুকরণীয় দৃষ্টান্ত বলে উল্লেখ করেন তিনি।

এইচএস/এমএইচআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।