আঙুলের ছাপ বিতর্ক : বিটিআরসির সংবাদ সম্মেলন স্থগিত


প্রকাশিত: ০৩:০৯ পিএম, ০৬ মার্চ ২০১৬

সিম নিবন্ধনে আঙুলের ছাপ নিয়ে বিতর্কের অবসান ঘটাতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থা (বিটিআরসির) ডাকা সোমবারের সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে।  রোববার বিটিআরসির সচিব মো. সারওয়ার আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে দুঃখ প্রকাশ করে সারওয়ার আলম বলেন, সোমবার অনুষ্ঠিতব্য সংবাদ সম্মেলন অনিবার্য কারণবশত বাতিল করা হয়েছে। পরবর্তীতে সাংবাদিক সম্মেলনের সময় জানানো হবে বলেও জানান তিনি।

দেশে সিম নিবন্ধনে আঙুলের ছাপ নিয়ে বিতর্ক সৃষ্টি হলে গত বৃহস্পতিবার এ সংবাদ সম্মেলনের ডাক দেয় বিটিআরসি। এদিন গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার (৭ মার্চ) বিটিআরসির প্রধান কার্যালয়ের অষ্টম তলায় ৭১১ নং কক্ষে বায়োমেট্রিক পদ্ধতি সিম নিবন্ধন নিয়ে বিতর্ক সৃষ্টি হওয়ার প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করা হবে। এসময় বিটিআরসির চেয়ারম্যান শাহ্জাহান মাহমুদসহ সংশ্লিষ্ট সকল বিভাগের কমিশনার ও মহাপরিচালকরা উপস্থিত থাকার কথা ছিল।

আরএম/এসকেডি/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।