মেসেঞ্জারে আর ফোনের মেসেজ আসবে না

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১১:৫৮ এএম, ১০ আগস্ট ২০২৩

ফেসবুক বিশ্বের অন্যতম জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। মেটার মালিকানাধীন ফেসবুকে আছে সব বয়সী ব্যবহারকারী। ফেসবুকের মেসেজ আদান প্রদানের জন্য মেটার আরেক অ্যাপ মেসেঞ্জার ব্যবহার করেন। তবে শুধু ফেসবুকের মেসেজ নয়, ফোনের সিমের মেসেজও পাওয়া যেত এক অ্যাপে।

তবে এখন থেকে আর এই সুবিধা পাবেন না ব্যবহারকারীরা। ফোনের সিমের মেসেজগুলো আসবে না মেসেঞ্জারে। ২০১৬ সালে মেসেঞ্জারে এই সুবিধা এনেছিল মেটা। অ্যান্ড্রয়েড ফোনের জন্য এই ফিচার যুক্ত হয়েছিল। তবে এর তেমন ব্যবহার হয়নি। একসময় জনপ্রিয়তা থাকলেও ধীরে ধীরে তা কমতে থাকে।

বিজ্ঞাপন

আরও পড়ুন: ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হলে দ্রুত যা করবেন

২০১৬ থেকে ২০২৩, সাত বছর পর ফিচারটি একেবারেই বন্ধ করে দিচ্ছে মেটা। এতে ব্যবহারকারীরা সাময়িক সমস্যায় পড়তে পারেন। যদিও এই ফিচারের ব্যবহারকারী বর্তমানে খুবই কম।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বর্তমানে একই অ্যাপে ব্যবহারকারীরা এসএমএস বেগুনি রঙে এবং ফেসবুকে মেসেজ নীল রঙে দেখতে পান। এবার সেই সুবিধাই বন্ধ হতে চলেছে। আগামী ২৮ সেপ্টেম্বর থেকে পুরোপুরি ফিচারটি বন্ধ হয়ে যাচ্ছে। এক্ষেত্রে ব্যবহারকারীদের তুন ডিফল্ট মেসেজিং অ্যাপ বেছে নেওয়ার পরামর্শ দিয়েছে মেটা।

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

সূত্র: ডেইলি মেইল

কেএসকে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।