বিজ্ঞাপন ছাড়া ইউটিউবে ভিডিও দেখার উপায়

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১১:৪৭ এএম, ২৭ সেপ্টেম্বর ২০২৩

সিনেমা, নাটক, গান কিংবা কোনো পড়ার টিউটোরিয়াল দেখার জন্য ছুটে যান ইউটিউবে। বর্তমানে বিশ্বের অন্যতম জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম। অনেকেই শুধু বিনোদনের খোঁড়াক মেটাতেই নয়,আয়ের অন্যতম মাধ্যম হিসেবে ব্যবহার করছেন ইউটিউব। মাসে লাখ লাখ টাকা আয় করছেন এখান থেকে।

তবে ইউটিউবে একটানা ভিডিও দেখা যেন এখন অনেক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। যে কোনো একটি ৫ মিনিটের ভিডিও দেখতে হলেও ৩০ সেকেন্ডের দুইটা বিজ্ঞাপন দেখে ধৈর্য্যের পরীক্ষা দিতে হয়। তবে কিছু কৌশল অবলম্বন করলে বিজ্ঞাপন ছাড়াই ইউটিউবে ভিডিও দেখতে পারবেন। এজন্য প্রিমিয়াম সাবস্ক্রাইব নিতে হবে না।

জেনে নিন কীভাবে বিজ্ঞাপন ছাড়া ইউটিউবে ভিডিও দেখবেন-

অ্যাড-ব্লকিং অ্যাপস
একটি মোবাইল ডিভাইসে ইউটিউব বিজ্ঞাপনগুলো ব্লক করার একটি অত্যন্ত কার্যকর উপায় হলো একটি বিজ্ঞাপন ব্লকার অ্যাপ ব্যবহার করা। এর বেশ কয়েকটি বিকল্প রয়েছে। কিন্তু সেগুলো শুধু অ্যান্ড্রয়েডে সাইড-লোডেড অ্যাপ হিসেবে পাবেন।

আরও পড়ুন: ইউটিউব মিউজিকে নতুন ফিচার

থার্ড পার্টি অ্যাপ ব্যবহার
থার্ডপার্টি অ্যাপ ব্যবহার করতে পারেন। নিউপিপি হলো একটি থার্ড-পার্টি অ্যাপ, যা অরিজিনাল ইউটিউব ভিডিওর জন্য ডিজাইন করা হয়েছে। এটি ইউজারদের ডিভাইসে কোনো অনুমতির জন্য জিজ্ঞাসা করে না এবং এটি কোনো বিজ্ঞাপন দেখায় না।

স্কাইটিউব
এই ওপেন-সোর্স ইউটিউব অ্যাপের বিকল্পটি কনটেন্ট নিয়ন্ত্রণ করতে এবং একটি নির্দিষ্ট থ্রেশহোল্ডের নিচে ভিউ বা অপছন্দের ভিডিও ব্লক করতে দেয়। এছাড়াও ব্যবহারকারীরা চ্যানেলগুলোকে ব্ল্যাকলিস্ট বা হোয়াইটলিস্ট করতে পারেন এবং নিজেদের ভাষার পছন্দ অনুসারে ভিডিওগুলো ফিল্টার করতে পারেন। এর মাধ্যমে ব্যবহারকারীরা ইউটিউবে স্টমাইজ করতে পারেন যা অফিসিয়াল অ্যাপটিও অফার করে না।

ভিপিএন ব্যবহার
ভিপিএন পরিষেবাগুলো নিজেদের কম্পিউটার এবং একটি দূরবর্তী সার্ভারের মধ্যে একটি এনক্রিপ্টেড টানেল তৈরি করে।নিজেদের প্রকৃত অবস্থান লুকাতে এবং ইন্টারনেটে কী করা হচ্ছে তা নিজেদের আইএসপিকে না জানানোর জন্য এটি দুর্দান্ত অপশন। এটি বিজ্ঞাপন ব্লক করতেও পারে।

ইউটিউব প্রিমিয়াম ব্যবহার
এটি ইউটিউব বিজ্ঞাপন থেকে মুক্তি পাওয়ার সবচেয়ে সহজ এবং কার্যকর উপায়। একটি ব্যক্তিগত বা পারিবারিক ইউটিউব প্রিমিয়াম প্ল্যানের জন্য অর্থ প্রদান করে, ভিডিও নির্মাতার দ্বারা বিজ্ঞাপন না দেওয়া পর্যন্ত সবসময় বিজ্ঞাপন-মুক্ত ভিডিও দেখা যাবে।

কেএসকে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।