বিশ্বকাপ উন্মাদনায় রবির উপহার ‘জানি বাংলাদেশ পারবে তুমিও’
দেশের ক্রিকেটভক্তদের জন্য বিশ্বকাপের থিম সং ‘জানি বাংলাদেশ পারবে তুমিও’ প্রকাশ করেছে রবি আজিয়াটা লিমিটেড। উদ্যমী এ থিম সংয়ে প্রকাশ পেয়েছে টাইগার ক্রিকেটারদের জন্য কোটি কোটি ভক্তের সীমাহীন ভালোবাসা ও শ্রদ্ধা।
রোববার (১ অক্টোবর) রাজধানীর গুলশানে রবি’র করপোরেট অফিসে আয়োজিত সংবাদ সম্মেলনে এ থিম সং উন্মোচন করা হয়।
রবির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রাজীব শেঠি, চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমাদসহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তা, অর্থহীন ব্যান্ড দলের সদস্য এবং রবির ব্র্যান্ড অ্যাম্বাসেডর সিয়াম আহমেদ অনুষ্ঠান উপভোগ করেন।
‘জানি বাংলাদেশ পারবে তুমিও’ হলো জনপ্রিয় ব্যান্ড দল অর্থহীনের ২০০৮ সালের হিট গান ‘চাইতে পারো ২’-এর নতুন সংস্করণ।
অর্থহীনের প্রতিষ্ঠাতা ও দলনেতা ‘বেইজবাবা’ নামে পরিচিত সুমন বলেন, ‘রবির সঙ্গে কাজ করতে পেরে আমরা আনন্দিত। কখনো ভাবিনি যে গানটি ক্রিকেট খেলার সঙ্গে এত সুন্দরভাবে মানাবে। বাংলাদেশে এর আগে এমন কিছু ঘটেনি। আশা করি দেশের ক্রিকেটভক্তরা গানটি পছন্দ করবেন।’
তিনি বলেন, ‘‘ক্রিকেটের সবচেয়ে বড় উৎসব উদযাপনে নতুন মাত্রা যোগ করার পাশাপাশি গানটি টাইগারদের বিজয়ী চেতনাকে ভক্তদের মাঝে সঞ্চারিত করবে বলে বিশ্বাস করে রবি। ‘পারবে তুমিও’ চেতনায় উদ্বুদ্ধ হয়ে এ বিশ্বাস ধারণ করে নিজ নিজ জীবনে ইতিবাচক পরিবর্তনের জন্য সবাই সচেষ্ট হবে।’’
আরও পড়ুন>> বিশ্বকাপে যে কাউকে চমকে দিতে পারে বাংলাদেশ: ফাহিম
রবির চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমাদ গানটির বিষয়ে বলেন, ‘‘লক্ষ্য অর্জনে আমাদের অসীম বিশ্বাসের প্রতীক এ থিম সং। ‘জানি বাংলাদেশ, পারবে তুমিও’ শুধু একটি গান নয়, আমাদের জাতীয় চেতনা ও সংকল্পের ঘোষণা।’’
থিম সং প্রসঙ্গে রবির সিইও রাজীব শেঠি বলেন, ‘‘এই থিম সং শুধু ক্রিকেট নয়; প্রত্যেককে তাদের নিজের জীবনকে আরও উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। থিম সংটি ব্র্যান্ড হিসেবে রবি সমাজে ‘পারবে তুমিও’ মনোভাব বিস্তারের যে প্রচেষ্টা চালাচ্ছে, তারই অন্যতম বহিঃপ্রকাশ।’’
ক্রিকেটের সঙ্গে রবির সম্পৃক্ততা অনেক আগে থেকেই। কোম্পানিটি বেশ কয়েক বছর ধরে (২০১৫-১৭) জাতীয় ক্রিকেট দলের স্পন্সর ছিল। রবির পৃষ্ঠপোষকতায় আয়োজিত ফাস্ট বোলার হান্ট প্রতিযোগিতার মাধ্যমে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অন্যতম সেরা ফাস্ট বোলার এবাদত হোসেন চৌধুরী উঠে এসেছেন।
এদিকে, বিশ্বকাপে মাই রবি অ্যাপ দেশের শীর্ষস্থানীয় স্পোর্টস ওটিটি প্ল্যাটফর্ম, র্যাবিটহোলের সঙ্গে অংশীদারত্বে আইসিসি ক্রিকেট বিশ্বকাপের ম্যাচগুলো লাইভ স্ট্রিম করবে। ক্রিকেট অনুরাগীরা সাবস্ক্রিপশনের ভিত্তিতে মাই রবি অ্যাপের মাধ্যমে পরিষেবাটি পেতে পারেন বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।
এএএইচ/ইএ/এএসএম