ইউটিউব থেকে আয়ের সহজ ৩ উপায়

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০১:৫৪ পিএম, ২৬ নভেম্বর ২০২৩

ইউটিউব বিশ্বের অন্যতম জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম। যেখানে আপনার বিনোদনের খোরাক মেটাতে পারেন খুব সহজেই। সিনেমা, গান, নাটক সব কিছুই রয়েছে এখানে। এছাড়া ইউটিউব থেকে অনেকেই মাসে লাখ লাখ টাকা আয় করছেন।

ইউটিউব থেকে বিভিন্ন উপায়ে আয় করতে পারবেন। তবে আজ ৩টি সহজ উপায়ের ব্যাপারে জানাব। চলুন জেনে নেওয়া যাক ইউটিউব থেকে আয় করার ৩ উপায়-

বিজ্ঞাপন
ইউটিউবে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আরও এক দিক থেকে আপনি প্রচুর টাকা আয় করতে পারেন। কারণ ভিডিওর সঙ্গে আপনি বিজ্ঞাপনগুলোও দেখতে পাবেন এবং এই বিজ্ঞাপনগুলোর সাহায্যে একজন ইউটিউবার অনেক টাকা আয় করে। তবে এজন্য আপনাকে ইউটিউবের কিছু নীতি অনুসরণ করতে হবে।

আরও পড়ুন: ইউটিউবের ভিডিওতে কপিরাইট স্ট্রাইক এলে যা করবেন 

অ্যাফিলিয়েট লিংকের মাধ্যমে ইনকাম
আরও ক্রিয়েটিভ উপায়ে আয় করা যায় ইউটিউবে। এজন্য কোনো কোম্পানির সঙ্গে আপনাকে চুক্তিতে যেতে হবে, এরপর তাদের পণ্যের লিংক আপনার ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখতে হবে এবং ভিডিওর মাধ্যে এই পণ্যটির কথা আপনাকে বলে দিতে হবে।

তখন এই লিংকে কেউ ক্লিক করে পণ্যটি ক্রয় করবেন তার থেকে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা আপনি কমিশন হিসেবে পেয়ে যাবেন। এতে কোম্পানির লাভের সঙ্গে সঙ্গে আপনারও আয় হবে।

স্পন্সরশিপের মাধ্যমে আয় করতে পারেন
যেসব ইউটিউবারদের চ্যানেলে আগের থেকেই অনেক বেশি ভিউয়ার এবং ফ্যান রয়েছে তাদের জন্য অর্থ আয় করার আরেকটি অন্যতম উপায় হলো স্পন্সরশিপ। অন্য কোনো কোম্পানি আপনাকে টাকা দেবে যেন আপনার ভিডিওতে আপনি সেই কোম্পানির কথা উল্লেখ করেন। এতে আপনার আয় অনেক বেশি হবে।

সূত্র: মেক ইউজ অব

কেএসকে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।