মিনি ফরচুনা গাড়ি আনছে টয়োটা

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০৪:৩১ পিএম, ১১ মার্চ ২০২৪

বিশ্বের জনপ্রিয় গাড়ি সংস্থা টয়োটা নিয়ে আসছে নতুন গাড়ি। টয়োটা মানেই নির্ভরযোগ্য এবং দক্ষ ইঞ্জিন সমৃদ্ধ চার চাকা। বিশ্ব বাজারে সবচেয়ে বড় গাড়ি কোম্পানি তারা। এবার মধ্যবিত্তের জন্য নতুন এসইউভি আনতে চলেছে টয়োটা। এরই মধ্যে সেই গাড়ির প্রস্তুতি শুরু করে দিয়েছে কোম্পানি।

গাড়িটি ৩ সারির এসইউভি হতে চলেছে। অনেকে এটিকে মিনি ফর্চুনার নামেও ডাকতে শুরু করেছেন। নতুন এই সিরিজের নাম আইএমভি সিরিজ ১ মডেল আইএমভি ০২। গাড়ির ইন্টিরিয়রে একটা বেয়ারবোন লুক আছে। এছাড়া টয়োটার নতুন মডেলের লুক অনেকটাই ল্যান্ড ক্রুজার প্রাডো সিরিজের গাড়ির সঙ্গে মিল আছে। এতে থাকছে বুচ ডিজাইন। আশা করা হচ্ছে ফরচুনারের মতো আন্ডারপিনিংগুলো একইরকম থাকবে এই গাড়িতে।

বিজ্ঞাপন

একাধিক রিপোর্ট অনুসারে, গাড়ির ডিজাইনে ফর্চুনারের ছোঁয়া থাকলেও চেহারা একদমই আলাদা। বাজারে এই গাড়ি টাটা সাফারি, হ্যারিয়ার, মাহিন্দ্রা এক্সইউভি৭০০, এমজি হেক্টরের মতো গাড়িকে টেক্কা দেবে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

গাড়িতে হাইরাইডারের ১.৫ লিটার পেট্রোল হাইব্রিড ইঞ্জিন অথবা ইনোভার ২ লিটার পেট্রোল ইঞ্জিন থাকতে পারে। তবে ডিজেল ইঞ্জিন থাকবে কি না তা এখনো জানা যায়নি। গাড়ির কমফোর্ট এবং পর্যাপ্ত লেগ স্পেস পাওয়া যাবে। স্মার্ট ইনফোটেনমেন্ট ফিচারের সঙ্গে মিলবে দারুণ নিরাপত্তা বৈশিষ্ট্য।

গাড়িতে মিলতে পারে হালকা অফ-রোডিং দক্ষতাও। যদিও তা নির্ভর করছে টয়োটা এই গাড়িতে কী কী বিশেষ সুবিধা যোগ করে। জানা গেছে, মিনি ফর্চুনার বা টয়োটার নতুন গাড়ির দাম ভারতের বাজারে থাকতে পারে ১৯ লাখ থেকে ২৬ লাখ রুপির মধ্যে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

সূত্র: ইন্ডিয়া অটো

কেএসকে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।