হোয়াটসঅ্যাপে আসছে এআই ইমেজ এডিটর

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১০:৫২ এএম, ২৬ মার্চ ২০২৪

মেসেজিংয়ের জন্য বর্তমানে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে হোয়াটসঅ্যাপ। ব্যবহারকারীদের হোয়াটসঅ্যাপ ব্যবহারের অভিজ্ঞতা ভালো করতেই একের পর এক ফিচার আনছে সাইটটি। সম্প্রতি অনেক নতুন ফিচার নিয়ে এসেছে। এবার আরও একটি নতুন ফিচারের ঘোষণা দিল হোয়াটসঅ্যাপ। প্ল্যাটফর্মটিতে যুক্ত হচ্ছে এআই ইমেজ এডিটর।

খুব শিগগির এআই ফিচার যুক্ত ইমেজ এডিটিং টুল পাবেন হোয়াটসঅ্যাপে। অর্থাৎ হোয়াটসঅ্যাপে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্যে ছবি এডিট করার সুযোগ পাবেন ব্যবহারকারীরা। এমনই একটি ফিচার নিয়ে হোয়াটসঅ্যাপ সংস্থা কাজ শুরু করেছে।

আরও পড়ুন

যদিও এআই প্রযুক্তির সাহায্যে ছবি এডিটের এই ফিচার কবে হোয়াটসঅ্যাপে চালু হবে তার নির্দিষ্ট দিনক্ষণ এখনও জানা যায়নি। তবে অনুমান করা হচ্ছে, এই ফিচার চালু হলে ইউজাররা তাদের ছবির গুণমান বিভিন্ন নিরিখে এআই প্রযুক্তির সাহায্যে বাড়াতে পারবেন।

হোয়াটসঅ্যাপ ট্র্যাকার ওয়েবিটাইনফো জানিয়েছে, এখন চ্যাটের মধ্যে যেখানে এইচডি আইকন থাকে সেখানে একটি সবুজ রঙের আইকন থাকবে। হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড ভার্সনে যেখানে ছবি পাঠানোর ফিচার বা আইকন রয়েছে সেখানেই এই নতুন আইকন দেখা যাবে। মূলত আর্টিফিশিয়াল টেকনোলজির সাহায্যে ছবির ব্যাকড্রপ, রিস্টাইল এবং এক্সপ্যান্ড- এইসব করা যাবে।

অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে লেটেস্ট বিটা আপডেট ২.২৪.৭.১৩ ভার্সনে এই ফিচার পাওয়া যাবে। এআই ভিত্তিক ছবি এডিটের এই ফিচার নিয়ে এখনো কাজ চলছে। বিটা টেস্টারদের জন্যেও উপলব্ধ হয়নি এই ফিচার। তাহলে বোঝায় যাচ্ছে সবার জন্য এই ফিচার চালু হতে এখনো কিছুটা সময় বাকি রয়েছে।

আরও পড়ুন

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

কেএসকে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।