জনপ্রিয় ফিচার সরিয়ে নিচ্ছে নেটফ্লিক্স

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০৪:১২ পিএম, ১৮ মে ২০২৪

বিশ্বের অন্যতম জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স। দিন দিন গ্রাহকদের প্রতি কঠোর হচ্ছে প্ল্যাটফর্মটি। সিনেমা, টেলিভিশন ধারাবাহিক এবং ওটিটি সিরিজ দেখার জন্য সেরা প্ল্যাটফর্মটির গ্রাহক আছে সারাবিশ্বে। সেই সংখ্যা কয়েক কোটি ছাড়িয়েছে বহু আগেই।

শোনা যাচ্ছে নেটফ্লিক্স উইন্ডোজ ১১ এবং উইন্ডোজ ১০ অ্যাপ বন্ধ করার পরিকল্পনা করছে, এটি একটি আপডেটেড ওয়েব অ্যাপ দিয়ে প্রতিস্থাপিত হতে পারে। যদিও আসন্ন উইন্ডোজ অ্যাপ আরও উন্নত ভিডিও স্ট্রিমিং এবং লাইভ ইভেন্টগুলো অ্যাক্সেস করার অফার দেবে, তবে দেখে মনে হচ্ছে স্ট্রিমিং জায়ান্ট অফলাইনে দর্শকদের শো দেখার সুবিধা বন্ধ করছে।

আরও পড়ুন

এখনও পর্যন্ত উইন্ডোজ ১০ এবং উইন্ডোজ ১১-এর জন্য নেটফ্লিক্স অ্যাপের বর্তমান ভার্সন ব্যবহারকারীদের তাদের প্রিয় শোগুলি ১০৮০পি (ফুলএইচডি) পর্যন্ত ডাউনলোড করার সুযোগ দেয়। তবে এই ওয়েবসাইটে একটি নতুন নোটিফিকেশন দেওয়া হয়েছে যে, এই অ্যাপে আর ডাউনলোডগুলোর সাপোর্ট থাকবে না।

একটি সাপোর্টিভ ডিভাইসে অফলাইনে টিভি শো এবং চলচ্চিত্র আর দেখতে পাবেন না দর্শকরা। এর মানে হলো ডাউনলোড শিগগির শুধু মোবাইল এবং ট্যাবলেটগুলোতেই সীমাবদ্ধ থাকবে। অর্থাৎ নেটফ্লিক্সের কোনো সিরিজ বা ভিডিও ডাউনলোড করতে হলে ফোন থেকে করতে পারবেন।

উইন্ডোজের জন্য আপডেট করা নেটফ্লিক্স অ্যাপটি ‘অ্যাড-সাপোর্টিভ’ লেভেলকেও সাপোর্ট করবে, যা ব্যবহারকারীদের স্ট্যান্ডার্ড প্ল্যানের তুলনায় অনেক কম দামে স্ট্যান্ডার্ড কনটেন্ট ও অভিজ্ঞতা প্রদান করবে। এছাড়াও লাইসেন্স সংক্রান্ত সমস্যার কারণে এই টায়ারে কিছু টাইটেলও অনুপলব্ধ থাকবে।

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

কেএসকে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।