এভারেস্ট বেজ ক্যাম্প অভিযানে গাজী মুনছুর আজিজ

ভ্রমণ ডেস্ক
ভ্রমণ ডেস্ক ভ্রমণ ডেস্ক
প্রকাশিত: ০২:১৮ পিএম, ১২ জুন ২০২৫

লেখক ও সাংবাদিক গাজী মুনছুর আজিজ এভারেস্টের বেজ ক্যাম্প ট্রেকিংয়ের উদ্দেশে যাত্রা করেছেন। গত ৪ জুন তিনি নেপালের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। ১১ জুন তিনি ষষ্ঠ দিনের ট্রেকিং সম্পন্ন করেছেন।

এ প্রসঙ্গে ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘আজ ছিল অ্যাক্লিমেটাইজেশন বা পরিবেশের সঙ্গে খাপ খাওয়ানো। মূলত উচ্চতায় শরীরকে কম অক্সিজেনের সঙ্গে মানিয়ে নিতে অ্যাক্লিমেটাইজেশন প্রয়োজন হয়। আমরা আছি ডিংবোচে গ্রামে। সেখান থেকে আমরা নাঙ্গকার্টসাঙ্গ (৫,০৮৩ মিটার) পাহাড়ে অ্যাক্লিমেটাইজেশন করি।’

আরও পড়ুন

তিনি জানান, এভারেস্টজয়ী সজল খালেদকে স্মরণ করে তার এ অভিযান। অভিযানের স্লোগান ‘যুদ্ধ নয় শান্তি চাই সবুজ বিশ্ব গড়তে চাই’। ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে যারা এ অভিযানে সম্পৃক্ত হয়েছেন; তাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানিয়েছেন মুনছুর আজিজ।

পর্বতারোহী সজল খালেদ মাউন্ট এভারেস্টজয়ী ৫ম বাংলাদেশি। ২০১৩ সালের ২০ মে সকাল ১০টায় পর্বতটির চূড়ায় তিনি বাংলাদেশের পতাকা উত্তোলন করেছিলেন। সেখান থেকে নেমে আসার সময় ডেথ জোনে তিনি মারা যান। সেখানেই চিরনিদ্রায় আছেন ওই তরুণ পর্বতারোহী।

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।