সিলেটে ভ্রমণে মুগ্ধ গ্রিক আইনজীবী

মতিউর রহমান মুন্না
মতিউর রহমান মুন্না মতিউর রহমান মুন্না , গ্রিস প্রতিনিধি
প্রকাশিত: ০২:৫৩ পিএম, ০৪ ডিসেম্বর ২০২৩

দুটি পাতার একটি কুঁড়ির দেশ সিলেট। চায়ের সঙ্গে এভাবেই ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে সিলেট অঞ্চলের নাম। সিলেট বিভাগে প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি, প্রকৃতি কন্যা হিসাবে পরিচিত জাফলং। যার খ্যাতি রয়েছে দেশ বিদেশে। নয়নাভিরাম এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে বিভিন্ন দেশ থেকে ছুটে আসেন পর্যটকরা। তেমনই একজন গ্রিসের মানবাধিকার ও অভিবাসন বিশেষজ্ঞ আইনজীবী ভাসিলিস কেরাসিওটি।

সিলেটে ভ্রমণে মুগ্ধ গ্রিক আইনজীবী

এই আইনজীবী গ্রিসে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সকল আইনি কার্যক্রম ও বাংলাদেশি অভিবাসীদের সব সময় আইনি সহায়তা দেন। তিনি বাংলাদেশ ভ্রমণে এসে প্রেমে পড়েন সিলেটের। তিনি সিলেটের জাফলং, শ্রীমঙ্গল ও হবিগঞ্জের নবীগঞ্জের বিভিন্ন পর্যটনকেন্দ্র ভ্রমণ করে মুগ্ধ হন, প্রেমে পড়েন শীতল প্রকৃতির এই লীলাভূমিতে।

সিলেটে ভ্রমণে মুগ্ধ গ্রিক আইনজীবী

গত শুক্রবার সিলেটে ভ্রমণে আসেন এই গ্রিক পর্যটক। তাকে সিলেট ওসমানী বিমান বন্দর থেকে স্বাগত জানান, গ্রিস প্রবাসী সাংবাদিক মতিউর রহমান মুন্না, গ্রিসস্থ বাংলাদেশি কমিউনিটি নেতা জসিম উদ্দিন, সাংবাদিক এম এ মুহিত, সাংবাদিক ছনি চৌধুরী, মোহাম্মদ শিহাব।

সিলেটে ভ্রমণে মুগ্ধ গ্রিক আইনজীবী

প্রথম দিনেই ভাসিলিস ঘুরে দেখেন সিলেটে খাসিয়া জৈন্তা পাহাড়ের পাদদেশে অবস্থিত প্রকৃতিকন্যা জাফলং। যা এক অপার সৌন্দর্যের আধার। সিলেটের নৈসর্গিক প্রাকৃতিক শোভা অতি সহজে মুগ্ধ করে এই বিদেশি নাগরিককে। তিনি সারা দিন আনন্দে উপভোগ করেন সিলেটের সৌন্দর্যকে।

সিলেটে ভ্রমণে মুগ্ধ গ্রিক আইনজীবী

এ সময় তিনি বাংলা ভাষায় বলেন, ‘আমি ভালোবাসি বাংলাদেশ, আমি ভালোবাসি সিলেট’। জাফলং প্রবেশকালেই স্বাগত জানায় জাফলং ট্যুরিস্ট পুলিশ। জাফলং ট্যুরিস্ট পুলিশের ওসি শেখ রতন সার্বক্ষণিক নিরাপত্তা দিয়ে ঘুরে দেখান জাফলং। গত রোববার সারাদিন এই পর্যটক ঘুরে দেখেন হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা।

সিলেটে ভ্রমণে মুগ্ধ গ্রিক আইনজীবী

এদিকে সিলেট অঞ্চলে বেড়াতে আসা পর্যটকদের অন্যতম আকর্ষণ শ্রীমঙ্গলের সাত রঙের চা। বিস্ময়কর ও আকর্ষণীয় এ চায়ের খ্যাতি দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও ছড়িয়ে পড়েছে। ইন্টারনেটে তথ্য দেখে তিনি সাত রঙের চা পানের আগ্রহ জানান। পরে বিখ্যাত এ চায়ের স্বাদ নিতে ছুটে যান শ্রীমঙ্গল উপজেলার আদী নীলকণ্ঠ চা কেবিনে। সেখানের চা বাগান, রিসোর্টসহ বিভিন্ন পর্যটনীয় স্থান ঘুরে দেখে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন তাকে সিলেটে আমন্ত্রণ জানানোর জন্য।

এমআরএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।