৬৪ জেলা ভ্রমণ করলেন ব্যাংকার মবিন মাছুদ

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৫৯ পিএম, ০২ মে ২০২৫
লক্ষ্মীপুর অক্সফোর্ড মডেল কলেজ মিলনায়তনে মবিন মাছুদকে সম্মাননা দেওয়া হচ্ছে

বাংলাদেশের ৬৪ জেলা সফর সম্পন্ন করেছেন ব্যাংকার মুহাম্মাদ মাছুদুর রহমান (মবিন মাছুদ)। কৃষি ও কৃষকের উন্নয়নে নিবেদিত বাংলাদেশের অন্যতম বিশেষায়িত ব্যাংক বাংলাদেশ কৃষি ব্যাংকে কর্মরত এই ব্যাংকার লক্ষ্মীপুর জেলা সফরের মধ্য দিয়ে এই মাইলফলক স্পর্শ করেন।

এ উপলক্ষে শুক্রবার (২ মে) লক্ষ্মীপুর নাগরিক সোসাইটির আয়োজনে লক্ষ্মীপুর অক্সফোর্ড মডেল কলেজ মিলনায়তনে বিশেষ সম্মাননা প্রদান ও আলোচনা সভার আয়োজন করা হয়।

বিশিষ্ট ব্যাংকার মো. মোশাররফ হোসেনের সভাপতিত্বে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ফখরুল ইসলাম জুয়েলের সঞ্চালনায় এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক অ্যাডভোকেট মহসিন কবির স্বপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অক্সফোর্ড মডেল কলেজের অধ্যক্ষ মো. আশরাফুল ইসলাম, নর্থ পাওয়ার টেক ইঞ্জিনিয়ারিংয়ের সিইও মো. ইমরান হোসেন, ব্যাংকার শাহরিয়ার মাহমুদ চৌধুরী, তানভীর মিথুন, জাহিদুল ইসলাম রবিন, শফিকুল ইসলাম, গোলাম মাওলা, রায়হান উদ্দিন কাকন, শরিফুল ইসলাম, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও মানবাধিকার সংগঠক মেহেদুল হাসান স্বপন ও শিক্ষক মাহতাব উদ্দীন নোবেল।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, ভ্রমণ মানুষকে জ্ঞান বাড়াতে সহায়তা করে। যে যত ভ্রমণ করবে, সে তত জানবে।

লক্ষ্মীপুর জেলাকে মাছুদুর রহমান তার দেশ ভ্রমণের ৬৪তম জেলা হিসেবে নির্বাচন করায় লক্ষ্মীপুরবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। অনুষ্ঠানে পরিব্রাজক মুহাম্মাদ মাছুদুর রহমানকে (মবিন মাছুদ) ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়।

এই বর্ণাঢ্য আয়োজনে স্পন্সর হিসেবে সহযোগিতা করেছে নর্থ পাওয়ার টেক ইঞ্জিনিয়ারিং।

ইএআর/এএমএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।