কুয়াকাটায় প্লাস্টিক কুড়ালেন সাংবাদিকরা

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক কুয়াকাটা (পটুয়াখালী)
প্রকাশিত: ০৪:৩৪ পিএম, ০৫ জানুয়ারি ২০২১

অভিনব উপায়ে পরিবেশ রক্ষার দাবি জানালো পরিবেশবাদী সাংবাদিক সংগঠন মেরিন জার্নালিস্টস নেটওয়ার্ক। কুয়াকাটায় বেড়াতে এসে প্লাস্টিক কুড়িয়ে সমুদ্রসৈকত পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছেন সাংবাদিকরা। তারা উপকূলীয় এলাকার পরিবেশ সংরক্ষণের দাবি জানান।

সকালে কুয়াকাটা সমুদ্রসৈকতের জিরো পয়েন্ট এলাকায় সমুদ্র পরিবেশ বিষয়ক সংগঠন সেভ আওয়ার সি’র ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে ঢাকা থেকে আসা মেরিন জার্নালিস্টস নেটওয়ার্কের সদস্যদের সঙ্গে কুয়াকাটা প্রেস ক্লাব নেতা ও ট্যুরিস্ট পুলিশের সদস্যরা অংশ নেন।

পরে সবার অংশগ্রহণে সৈকত এলাকার প্লাস্টিক কুড়িয়ে পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করা হয়। ব্যতিক্রম এ কর্মসূচিকে স্বাগত জানান দেশের বিভিন্ন স্থান থেকে আসা সাধারণ পর্যটকরাও।

মেরিন জার্নালিস্টস নেটওয়ার্কের সভাপতি মাহমুদ সোহেলের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সেভ আওয়ার সি’র মহাসচিব মোহাম্মদ আনোয়ারুল হক, সিনিয়র সাংবাদিক শাহাদাৎ স্বপন, ইমাম হোসেন সোহেল, কুয়াকাটা প্রেস ক্লাবের সভাপতি নাসির উদ্দিন বিপ্লব প্রমুখ।

মানববন্ধনে সেভ আওয়ার সি’র মহাসচিব আনোয়ারুল হক বলেন, সারাদেশের উপকূল অরক্ষিত থাকায় প্রতি বছর দুর্যোগে শত শত মানুষ ক্ষতিগ্রস্ত ও বাস্তুহারা হয়। তবে এ খাতে সরকারের অনেক বরাদ্দ থাকলেও তার যথাযথ বাস্তবায়ন ঘটেনি। ফলে এখনো উপকূল নিরাপদ নয়।

jagonews24

অথচ বরাদ্দের যথাযথ ব্যবহারের মাধ্যমে উপকূলজুড়ে পরিকল্পিত বনায়ন করা প্রয়োজন। এতে উপকূলবর্তী মানুষের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি সমুদ্র সম্পদের সঠিক সংরক্ষণ সম্ভব।

অনিয়ন্ত্রিত পর্যটন ও প্লাস্টিক দূষণ সমুদ্রপাড়ের পরিবেশ ব্যবস্থাকে চরমভাবে ক্ষতিগ্রস্ত করছে। এ বিষয়ে পরিবেশবাদী নেতা বলেন, পর্যটনকেন্দ্রগুলো সুষ্ঠুভাবে পরিচালনা করা গেলে বিশ্বের বুকে বাংলাদেশ নতুনভাবে পরিচিতি পাবে; তেমনি তৈরি হবে সমুদ্র অর্থনীতির বড় সম্ভাবনা।

পরিবেশ রক্ষার দাবিতে এমন অভিনব কর্মসূচির আয়োজন করায় মেরিন জার্নালিস্টস নেটওয়ার্ক ও সেভ আওয়ার সি’কে ধন্যবাদ জানান কুয়াকাটা প্রেস ক্লাবের সভাপতি নাসির উদ্দিন বিপ্লব। তিনি বলেন, এমন আয়োজনের মাধ্যমে দেশের পর্যটনকেন্দ্রগুলোর দুর্দশা তুলে ধরা ও সংরক্ষণ করা হলে দেশের পর্যটন আরও সমৃদ্ধ হবে।

সভাপতির বক্তব্যে মেরিন জার্নালিস্টস নেটওয়ার্কের সভাপতি মাহমুদ সোহেল বলেন, বিশ্বের বুকে বাংলাদেশ যে কয়টি স্থানকে ঘিরে পরিচিতি অর্জন করেছে, তার মধ্যে কুয়াকাটা অন্যতম। যদিও অপরিচ্ছন্নতার কারণে এ পর্যটনকেন্দ্রটি এখন বাংলাদেশের মান ডুবানোর কারণ হয়ে দাঁড়িয়েছে।

jagonews24

দায়িত্ব না নিতে পারলে বিচ ম্যানেজমেন্ট কমিটিকে দায়িত্ব ছেড়ে দিতেও বলেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন মেরিন জার্নালিস্টস নেটওয়ার্কের নেতা রেজাউল করিম, কেফায়েত শাকিল, ইকবাল ফরহাদ, তানভীর আহমেদ, সাংবাদিক আবুল হোসেন রাজু প্রমুখ।

কাজী সাঈদ/জেএমএস/এসইউ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।