বিশ্বের সবচেয়ে চমকপ্রদ বিনোদন পার্ক

ভ্রমণ ডেস্ক
ভ্রমণ ডেস্ক ভ্রমণ ডেস্ক
প্রকাশিত: ০৪:৪০ পিএম, ১৮ আগস্ট ২০২২

সাইফুর রহমান তুহিন

আপনি যদি অ্যাডভেঞ্চারের সন্ধানে থাকেন কিংবা একটি রোমাঞ্চকর যাত্রা শুরু করতে চান, তাহলে বিশ্বের সেরা বিনোদন পার্কগুলোয় বেড়াতে যাওয়ার চেয়ে ভালো জিনিস খুব কমই আছে। শক্তিশালী রোলার কোস্টার, থ্রিডি রাইডসমূহ, মজার মজার সব থিম মিউজিক—সব মিলিয়ে এসব বিনোদন পার্ক আপনাকে উপহার দেবে দারুণ এক রোমাঞ্চকর অভিজ্ঞতা। সপরিবারে যান কিংবা একাই যান, এসব পার্ক তাদের বিনোদনের পসরা সাজিয়ে অপেক্ষা করে থাকে সবার জন্যই। এ লেখায় বিশ্বের এমন কিছু আকর্ষণীয় বিনোদন পার্কের সত্যিকারের অ্যাডভেঞ্চারের দেখা মিলবে।

এফটেলিং, নেদারল্যান্ডস
টিউলিপের দেশ নেদারল্যান্ডসের কাতশিউভেলে একটু ভিন্ন ধাঁচের এই ফ্যান্টাসি-থিমড অ্যামিউজমেন্ট পার্কটি দেখে আপনি হয়তো শৈশবের স্মৃতিচারণ করতে পারেন। এখানকার বিনোদন মাধ্যমগুলো প্রাচীন পৌরাণিক কাহিনি এবং কিংবদন্তি, রূপকথার গল্প, উপকথা ও লোককাহিনির উপাদানগুলোকে প্রতিফলিত করে। এফটেলিংয়ের বিভিন্ন রাইডের উদ্দীপনা উপভোগ করুন প্রবল উৎসাহের সঙ্গে। এর জনপ্রিয় উপভোগ্য রাইডগুলো হলো—পিনোচ্চিও, দ্য ফ্লাইং ডাচম্যান, পলকা মেরিন ও র্যাভেলিন। এ বিনোদন পার্কে ইউরোপের সর্ববৃহৎ ওয়াটার শো দেখার ব্যবস্থা আছে, যা আপনার মনকে দারুণ প্রফুল্ল করবে। এফটেলিংয়ের অ্যাডভেঞ্চারে পুরো দিনটাকে করে তুলুন সতেজ ও প্রাণচঞ্চল। ১৯৫২ সালের মে মাসে চালু হওয়া পার্কটিতে তিন বছরের কম বয়সী শিশুরা বিনা মূল্যে প্রবেশ করতে পারে।

jagonews24

ইউনিভার্সালস আইল্যান্ডস অব অ্যাডভেঞ্চার, মার্কিন যুক্তরাষ্ট্র
ফ্লোরিডা রাজ্যের অরল্যান্ডোতে অবস্থিত অ্যাডভেঞ্চার পার্কটিতে আছে বৈচিত্র্যপূর্ণ মিউজিকসমূহের পাশাপাশি বিপুল পরিমাণ রোলার কোস্টার রাইড। এই পার্ক ড. সিউস থেকে শুরু করে বিশ্ববিখ্যাত হ্যারি পটার সিরিজের বিভিন্ন উপাদানের প্রদর্শনী করে। এর অ্যাডভেঞ্চার রাইডগুলোর মধ্যে অন্তর্ভুক্ত আছে ‘জুরাসিক ওয়ার্ল্ড ভলেসি কোস্টার’, ‘মোটরবাইক অ্যাডভেঞ্চার’ এবং ‘দ্য ফরবিডেন জার্নি’। আপনি যদি হ্যারি পটার সিরিজের পাঁড় ভক্ত হয়ে থাকেন, তাহলে হগসমিড, দ্য উইজার্ডিং ওয়ার্ল্ড অব হ্যারি পটার এবং একই সিরিজের বিখ্যাত বাটারবিয়ার দেখতে ভুলবেন না কিন্তু।

ইউরোপা পার্ক, জার্মানি
দক্ষিণ-পশ্চিম জার্মানির রাস্টে অবস্থিত ইউরোপা পার্ক সে দেশের সর্ববৃহৎ অ্যাডভেঞ্চার পার্ক। এখানে আছে একশরও বেশি আকর্ষণ এবং থিম মিউজিক এরিয়ার আধিক্য। এ পার্ক আপনাকে উপহার দেবে রূপকথা ও মহাবিশ্বের অত্যন্ত রোমাঞ্চকর যাত্রা। ভৌতিক গৃহ, কল্পনগরী, ওয়াইল্ড (বন্য) ওয়াটার রাইডস—কী নেই সেখানে? পাশাপাশি আরেকটি রোমাঞ্চকর অভিজ্ঞতা নেওয়ার জন্য সবচেয়ে বিখ্যাত রাইড ‘দ্য সিলভার স্টারে’ চড়তে ভুলবেন না। এ বিনোদন পার্ক আপনাকে দেবে কল্পনাকে বাস্তব রূপ দেওয়ার অনুভূতি।

jagonews24

বেরজায়া টাইমস স্কয়ার, মালয়েশিয়া
পরিবারের সবাইকে নিয়ে মজা করার মতো একটি বিনোদন পার্ক খুঁজে বের করা খুব সহজ কাজ নয়। কিন্তু বেরজায়া টাইমস স্কয়ারকে বেছে নিলে আর কোনো চিন্তা নেই। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের বুকিত বিনতাংয়ে অবস্থান বেরজায়া টাইমস স্কয়ারের। এ পার্কে আছে বৈচিত্র্যপূর্ণ সব রাইড যেমন- ফ্যান্টাসি গার্ডেন রাইডস, বোটানিক্যাল রাইডস এবং পার্কটির সবচেয়ে বিখ্যাত ‘দ্য সুপারসনিক ওডিসি’। সেখানকার বেউইচিং কার্নিভালগুলোর (উৎসব) সাথে পরিচিত হোন এবং পরিবারের সবার সঙ্গে বেরজায়া টাইম স্কয়ারে কাটানো পুরো সময়টিকে উপভোগ্য করে তুলুন।

এভারল্যান্ড থিম পার্ক, দক্ষিণ কোরিয়া
দক্ষিণ কোরিয়ার গেয়ংগি-ডু শহরে অবস্থান এভারল্যান্ডের। ১৯৭৬ সালে চালু হওয়া বিশ্বের অন্যতম সেরা বিনোদন পার্কটিতে প্রতিবছর পৃথিবীর বিভিন্ন স্থান থেকে সাত মিলিয়নেরও বেশি দর্শনার্থী ভ্রমণ করেন। পার্কটির প্রধান বৈশিষ্ট্য হলো তার পাঁচটি চমকপ্রদ থিম। যেগুলো হচ্ছে- ‘জু-তপিয়া’, ‘গ্লোবাল ফেয়ার’, ‘ম্যাজিক ল্যান্ড’, ‘আমেরিকান অ্যাডভেঞ্চার’ ও ‘ইউরোপিয়ান অ্যাডভেঞ্চার’। প্রতি বসন্তে পার্কটি দক্ষিণ কোরিয়ার বিখ্যাত ‘টিউলিপ ফেস্টিভ্যাল’ আয়োজন করে। চমৎকার থিমসমূহ এবং ফেস্টিভ্যালের সঙ্গে এ পার্কের রোমাঞ্চকর রাইড ‘টি-এক্সপ্রেস’ ও ‘ফেরিস হুইল’ প্রাণভরে উপভোগ করুন।

jagonews24

সাংহাই ডিজনিল্যান্ড, চীন
চীনের বাণিজ্যিক রাজধানী সাংহাই নগরীর পুডং এলাকায় অবস্থিত বিশ্বের অন্যতম সেরা অ্যাডভেঞ্চার পার্ক সাংহাই ডিজনিল্যান্ড তার যাত্রা শুরু করে ২০১৬ সালের জুন মাসে। এখনে আছে বিশ্বের নতুনতম এবং চমকপ্রদ আকর্ষণগুলোর মধ্যে কয়েকটি। মিউজিকসমৃদ্ধ কোস্টার ‘দ্য ট্রনে’ দুর্দান্ত ভ্রমণের অভিজ্ঞতা নিন। আপনি যদি ক্যারিবিয়ান সিরিজের ‘দ্য পাইরেটস’কে পছন্দ করেন, তাহলে অবশ্যই আপনাকে সাংহাই ডিজনিল্যান্ডে যেতে হবে। এর সাতটি থিমড এরিয়া নিশ্চিতভাবেই আপনার মনোযোগ আকর্ষণ করবে। এগুলো হচ্ছে- ‘মিকি মাউস এভিনিউ’, ‘গার্ডেনস অব ইমাজিনেশন’, ‘ল্যান্ড অব ফ্যান্টাসি’, ‘ট্রেজার কোভ’, ‘আইসল অ্যাডভেঞ্চার’, ‘টুমরো ল্যান্ড’ ও ‘ল্যান্ড অব টয় স্টরি’।

লেখক: ভ্রমণ লেখক।

এসইউ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।