হাইড্রোজেন বোমা পরীক্ষা জাপানের জন্য হুমকি : অ্যাবে


প্রকাশিত: ০৬:২৭ এএম, ০৬ জানুয়ারি ২০১৬

জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে বলেছেন, উত্তর কোরিয়ার হাইড্রোজেন বোমা পরীক্ষা তার দেশের জন্য চরম হুমকি। বুধবার পিয়ং ইয়ংয়ের হাইড্রোজেন বোমার সফল পরীক্ষার দাবি জানানোর পর অ্যাবে এ কথা বলেন। একই সঙ্গে এ ঘটনার জন্য নিন্দা জানিয়েছেন তিনি। খবর জাপান টুডের।

অ্যাবে বলেন, আমরা কোনো ভাবেই এটি মেনে নিতে পারি না এবং এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। এটি পরমাণুর বিস্তার রোধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের চুক্তির লঙ্ঘন। তিনি বলেন, এর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়া হবে। জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, দ. কোরিয়া, চীন ও রাশিয়ার সঙ্গে এ বিষয়ে কাজ করা হবে।

বুধবার উ. কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম কোরিয়ান সেন্ট্রাল টেলিভিশনে বিশেষ ঘোষণায় বলা হয়, উত্তর কোরিয়া হাইড্রোজেন বোমার সফল পরীক্ষা চালিয়েছে। এর আগে ২০০৬, ২০০৯ এবং ২০১৩ সালে পরমাণু বোমার পরীক্ষা চালিয়েছে পিয়ং ইয়ং।

এসআইএস/পিআর

জাগোনিউজের খবর পেতে ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।