গাছের সঙ্গে পরিচিত হলো সহস্রাধিক শিশু
গাছের সান্নিধ্যে কাটলো শিশুশিক্ষার্থীদের একদিন। ওরা জানলো পরম উপকারী বন্ধু গাছ সম্পর্কে। আগ্রহ আর বিস্ময়ের দৃষ্টিতে চেষ্টা করেছে কৌতূহল নিবৃত করতে। একেকটি গাছের রহস্যভেদ করেছে। শিশুশিক্ষার্থীরা দলে দলে এসে স্টল ঘুরে ঘুরে গাছ দেখেছে। বলছিলাম ১১ অক্টোবর উপজেলা প্রশাসনের আয়োজনে শিশুশিক্ষার্থীদের বৃক্ষ পরিচিতি মেলা ঘুরে দেখার কথা।
‘পরম বন্ধু গাছকে জানো’—স্লোগানকে সামনে রেখে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের পরিচিতি তুলে ধরার জন্য উপজেলা প্রশাসনের আয়োজনে মানিকগঞ্জের সিংগাইরে অনুষ্ঠিত হয় ‘শিশুদের বৃক্ষ পরিচিতি মেলা’। দিনব্যাপী এ মেলার ফলে এলাকায় ইতিবাচক আলোড়ন সৃষ্টি হয়েছে। উপজেলা কৃষি অফিস ও শিক্ষা অফিসের সহযোগিতায় উপজেলা প্রশাসন সিংগাইর এ আয়োজন করে।
উপজেলার ৯৭টি প্রাথমিক বিদ্যালয়ের সহস্রাধিক শিক্ষার্থী মেলায় এসে বিভিন্ন গাছ চেনার পাশাপাশি গাছের বৈশিষ্ট্য, উপকারিতা সম্পর্কে ধারণা লাভ করে। মেলায় বনজ, ফলদ, ওষুধি, ফুল, তেল-মসলা জাতীয় বিভিন্ন প্রজাতির প্রায় ২৮২ প্রকারের গাছ ও সবজি উপস্থাপন করা হয়। প্রায় ১২০ প্রকার সবজি, শস্য ও গাছের বীজও প্রদর্শন করা হয়।

আরও পড়ুন: গাছ লাগানোর উপযুক্ত সময় কখন?
প্রকৃতি ও পরিবেশবিষয়ক লেখক ও গবেষক মোকারম হোসেন এ আয়োজনে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন। তিনি বলেন, ‘প্রাণ-প্রকৃতি নিয়ে উপজেলা পর্যায়ে কাজ হচ্ছে, এটি আমাদের জন্য বড় পাওয়া। এ আয়োজনে যেসব শিক্ষার্থী এসেছে, তারা অনেক এগিয়ে থাকলো। আগামীদিনে বৃক্ষরোপণ এবং বৃক্ষ সংরক্ষণে এ শিক্ষার্থীরা অগ্রণী ভূমিকা পালন করবে।’
এর আগে তিনি শিক্ষার্থীদের নিয়ে স্টলে স্টলে ঘুরে বিভিন্ন গাছ সম্পর্কে বর্ণনা করেন এবং গাছ সম্পর্কিত নানা প্রশ্নের উত্তর দেন। এরপর উপজেলা প্রাঙ্গণে থাকা পুরোনো গাছগুলোর বিষয়ে ধারণা দেন। গাছ নিয়ে নতুন নতুন তথ্য জেনে শিক্ষার্থীরা ভীষণ আনন্দ পায়।
সিংগাইর মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভীন আকতার বলেন, ‘অভিনব এ আয়োজনের ফলে আমাদের শিক্ষার্থীরা খুবই উচ্ছ্বসিত। তাদের মধ্যে গাছকে চেনা ও জানার আগ্রহ এবং গাছ লাগানোর প্রবণতা আরও বেড়ে যাবে বলে আমার বিশ্বাস।’

আরও পড়ুন: ৫০ হাজার গাছ লাগাবে শরীয়তপুর জেলা প্রশাসন
মেলায় আগত কয়েকজন অভিভাবক বলেন, ‘শিক্ষার্থীদের বিভিন্ন গাছ সম্পর্কে ধারণা দেওয়ার এ আইডিয়া সত্যিকার অর্থেই অসাধারণ। এখন আমাদের বাচ্চারা বাড়ির আশেপাশে অবসর সময়ে বাগান করতে উৎসাহী হবে। মোবাইল-কার্টুনের আসক্তি থেকে একটু বাইরে আনা যাবে।’
সিংগাইরের উপজেলা নির্বাহী অফিসার দিপন দেবনাথ বলেন, ‘পরম উপকারী বন্ধু গাছ সম্পর্কে শিক্ষার্থীদের প্রাথমিক জীবনে ধারণা দিতেই এ আয়োজন। গাছের প্রতি অনুরাগ সৃষ্টি করা না গেলে পরিবেশকে বাঁচানো যাবে না। মাননীয় প্রধানমন্ত্রীর ‘এক ইঞ্চি জমি যেন ফাঁকা না থাকে’ অনুশাসন বাস্তবায়নের জন্যও শিক্ষার্থীদের গাছ ও প্রকৃতি সম্পর্কে জানাতে হবে।’
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শুক্লা সরকার উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে মডেল হিসেবে সারাদেশে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। এ সময় তিনি উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। সবশেষে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। সর্বোচ্চ উত্তরদাতাদের মধ্যে পুরস্কার হিসেবে বই এবং গাছ বিতরণ করা হয়।
এসইউ/এমএস