কুড়িগ্রামের চরাঞ্চলে বেড়েছে ভুট্টা চাষ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুড়িগ্রাম
প্রকাশিত: ১২:০০ পিএম, ২০ এপ্রিল ২০২৪

কুড়িগ্রামের চরাঞ্চলে বেড়েছে ভুট্টা চাষ। কম খরচ ও পরিচর্যায় ভুট্টা চাষ হওয়ায় অন্য ফসলের তুলনায় আগ্রহ বেড়েছে চাষিদের। এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় ফলন ভালো হয়েছে। বাজারে ভুট্টার চাহিদা ভালো থাকায় লাভবান হওয়ার স্বপ্ন দেখছেন চাষিরা।

কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এ বছর জেলার প্রত্যন্ত চরাঞ্চলে নদ-নদীর অববাহিকায় ভুট্টা চাষ ভালো হয়েছে। গত বছরের তুলনায় ১২২০ হেক্টর বেশি জমিতে ভুট্টা চাষ হয়েছে বলে জানিয়েছে অধিদপ্তর।

কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়নের মো. সেকেন্দার আলী বলেন, ‘আমি ৫ বিঘা জমিতে ভুট্টা চাষ করেছি। ধান চাষের চেয়ে ভুট্টায় খরচ কম, লাভ বেশি। এ ছাড়া ভুট্টা গাছের রোগবালাই খুব কম। ভালো পরিচর্যা করলে ফলন ভালো পাওয়া যায়।

কুড়িগ্রামের চরাঞ্চলে বেড়েছে ভুট্টা চাষ

আরও পড়ুন

নাগেশ্বরী উপজেলার সঞ্জুয়ারভিটা গ্রামের আশরাফুল ইসলাম বলেন, ‘আমি ২ বিঘা জমিতে আবাদ করেছি। আবহাওয়া অনুকূলে থাকায় ফলনও ভালো হয়েছে। এক সপ্তাহের মধ্যে ভুট্টা ঘরে তুলতে পারবো। প্রতি বিঘা জমিতে খরচ হয়েছে ৫-৬ হাজার টাকা। বিঘাপ্রতি খরচ বাদে ১৮-২৫ হাজার টাকা লাভ হবে।’

কুড়িগ্রাম সদর উপজেলার কদমতলার চরাঞ্চলের কৃষক মো. হযরত আলী জানান, তিনি ১০ বিঘা জমিতে চাষ করেছেন। নিজের জমির পাশাপাশি অন্যের জমি লিজ নিয়ে চাষ করে আসছেন। এ বছর আগাম চাষ করে ভালো ফলন হয়েছে।আগামীতে চাষের পরিধি বাড়াবেন তিনি।

কুড়িগ্রাম জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘চলতি মৌসুমে জেলায় ১৬ হাজার ৭৭৪ হেক্টর জমিতে ভুট্টা চাষ করা হয়েছে। যা গত বছরের তুলনায় ১২২০ হেক্টর বেশি। ভুট্টা চাষে উদ্বুদ্ধ করা এবং সার-বীজসহ বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়ায় তারা ভুট্টা চাষে ঝুঁকেছেন। আবহাওয়া অনুকূলে থাকায় ফলন ভালো হয়েছে।’

ফজলুল করিম ফারাজী/এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।