আজকের জোকস: ফোনে সারাদিন অনলাইন ক্লাস করে ছেলে

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১২:১৬ পিএম, ২৭ জুন ২০২৫

ফোনে সারাদিন অনলাইন ক্লাস করে ছেলে
মা: তুই সারাদিন ফোনে কি করিস রে?
ছেলে: অনলাইন ক্লাস করি মা!
মা: তা হোয়াটসঅ্যাপের নাম বদলে ‘অনলাইন ক্লাস’ করে রাখছিস কেন?
ছেলে: যাতে যখন-তখন দেখতে গিয়ে তুমি বিরক্ত না করো!

****

স্ত্রীর ভালোবাসা যেভাবে বোঝেন স্বামী
অনেকদিন পর শহর থেকে গ্রামে এসেছে শহীদ। এসে দেখা হলো পুরোনো বন্ধুর সঙ্গে। গল্প করছে নানান বিষয় নিয়ে। শহীদ তার গ্রামের বন্ধু রাব্বিকে জিজ্ঞেস করলো—
শহীদ: দোস্ত, মেয়েদের ভালোবাসা বুঝিস?
রাব্বি: বুঝি তো!
শহীদ: কীভাবে বুঝিস?
রাব্বি: গরুটার চোখে তাকালেই বুঝি সে খেতে চায় ঘাস, আর গিন্নি তাকালেই বুঝি মার খেতে চলেছি!

****

বিপজ্জনক চরিত্র চেনার উপায়
ভারতীয় টিভি সিরিয়ালে আসক্ত নান্টুর স্ত্রী। বিরক্ত হয়ে একদিন নান্টু জানতে চাইলো—
নান্টু: এই সিরিয়াল দেখে দেখে তুমি আসলে কী শিখেছ? আমাকে বলতে পারবে?
স্ত্রী: আর কিছু না হোক, একটা জিনিস শিখতে পেরেছি।
নান্টু: কী সেটা?
স্ত্রী: তা হচ্ছে- যার কপালে যত বড় টিপ থাকে; সেই চরিত্রটি তত বেশি বিপজ্জনক।

কেএসকে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।