কেরানীগঞ্জে কাপড়ের মার্কেটে ডাকাতি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:২৬ পিএম, ২৮ জুন ২০১৫

কেরানীগঞ্জের কাপড়ের পাইকারী মার্কেটে অর্ধকোটি টাকার অধিক পরিমাণ ক্যাশ টাকা ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় মার্কেটের ৪ জন পাহাড়াদারকে আটক করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ। রোববার ভোর রাতে দোকানের তালা ভেঙ্গে এ ডাকাতির ঘটনা ঘটে।
 
মার্কেট সূত্রে জানা গেছে, কেরানীগঞ্জ ৪/এ, আলম সুপার মার্কেটে যথারীতি তালা লাগিয়ে যায় দোকানদারেরা। মার্কেটের পাহাড়াদারেরা রাতে মার্কেটের দু’তলার দোকনগুলোর তালা ভেঙ্গে এ ঘটনা ঘটান। এ ঘটনার পর থেকে ফখরুদ্দিন, ইসমাইল নামের দুই সিনিয়র পাহাড়দার পলাতক রয়েছে।
 
মার্কেট সূত্রে আরো জানা গেছে, এ ঘটনার মূল হোতা ফখরুদ্দিন, ইসমাইল চার বছর ধরে এ মার্কেটে কাজ করে আসছে।
 
দক্ষিণ কেরানীগঞ্জ থানা সূত্রে জানা গেছে, এ ডাকাতির ঘটনায়  এসডি ফ্যাশনের মালিক সুখরঞ্জন দাশ বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। মামলার পর মার্কেটের মঙ্গল, মোস্তফা, আব্দুল,  শহীদ নামের চার পাহারাদারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। তবে শহীদ এ ডাকাতির মূল পরিকল্পনা কারী ফখরুদ্দিনের আপন চাচা।  

মার্কেটে যারা পাহারা দিতেন তাদের সকলের বাড়ি ভোলার চর ফ্যাশনে। এ ব্যাপারে দক্ষিণ কেরানীগঞ্জ থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা জামালউদ্দিন মীর জাগো নিউজকে বলেন, ডাকাতির সন্দেহে চারজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আমরা চেষ্টা করছি দ্রুত ডাকাতির মূল হোতাদের গ্রেফতার করতে।
 
মামলার বাদীর বড় ভাই গোপাল চন্দ্র দাশ জাগো নিউজক বলেন, এ ডাকাতির ঘটনায়  আমাদের দোকানের  ১৭ লক্ষ টাকা এবং অন্যান্য দোকান থেকে ৩৫ লক্ষ ক্যাশ টাকা খোয়া গেছে।

এসএম/এসএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।