ছেলে শিশু যৌন নির্যাতনের ক্ষেত্র বেড়েছে
বাংলাদেশে মেয়ে শিশুদের মতো ছেলে শিশুরাও বরাবরই যৌন নির্যাতনের শিকার হয়ে আসছে। সম্প্রতি বিবিসিকে এমন তথ্য জানিয়েছে শিশু অধিকার ফোরাম। সংস্থাটি বাংলাদেশে শিশুদের অধিকার নিয়ে কাজ করে।
তবে ছেলে শিশুদের নির্যাতনের ব্যাপারটি গণমাধ্যমে প্রচার পাচ্ছে কম বলেও জানিয়েছেন শিশু অধিকার ফোরামের পরিচালক আব্দুস শহিদ মাহমুদ। তিনি বলেন, ‘আগে শুধু আবাসিক স্কুল বা মাদ্রাসায় ছেলে শিশুরা ধর্ষণের শিকার হত বলে অভিযোগ পাওয়া যেত। এখন এই ক্ষেত্র আরো বিস্তৃত হয়েছে।’
তিনি আরো বলেন, এখন দেখা যাচ্ছে শ্রমজীবী বা পথ-শিশুরা প্রচুর ধর্ষণের শিকার হচ্ছে। লঞ্চ বা বাস টার্মিনাল, ফুটপাত, মার্কেট যেসব জায়গায় আশ্রয়হীন মানুষ রাত্রি যাপন করে সেসব জায়গায় এমন ঘটনা ঘটছে।
সম্প্রতি এক ছাত্রকে ধর্ষণের অভিযোগে ঢাকার এক মাদ্রাসা শিক্ষককে পুলিশ আটক করার পর ছেলেদের উপর যৌন নির্যাতন চালানোর এই বিষয়টি সামনে চলে এসেছে।
বাংলাদেশে বহু ছেলে ধর্ষণের ঘটনা ঘটলেও ভিকটিম বা পরিবারের সদস্যদের অনীহার কারণে এসব ঘটনা কম প্রকাশ হয় বলে জানান আব্দুস শহিদ মাহমুদ। তিনি বলেন, শুধুমাত্র সেসব ঘটনাই আমরা জানতে পারি যেগুলো পরিস্থিতির কারণে তারা প্রকাশ করতে বাধ্য হয়।
ঢাকায় নির্যাতনের শিকার ওই মাদ্রাসা ছাত্রের ক্ষেত্রেও একই প্রবণতা দেখা যায়।
ঘটনাটি তখনই সামনে এসেছে যখন ছাত্রটিকে অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি করতে হয়েছে। অথচ ওই একই শিক্ষক এর আগেও ছাত্রটিকে দিনের পর দিন ধর্ষণ করেছে বলে পরিবার সূত্রে জানা গেছে।
এসএইচএস/এমআরআই