চাপে পড়ে পদত্যাগ করেন জাবি ছাত্রদল নেতারা
কেন্দ্রীয় নেতার চাপে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের নেতারা পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। জাগো নিউজকে এমন তথ্য জানিয়েছেন পদত্যাগকারী নেতারা। তারা জানান, কেন্দ্রীয় ওই নেতার চাপে পড়ে তারা পদত্যাগপত্রে স্বাক্ষর করেন।
এদিকে সূত্র জানায়, ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক জাকিরুল ইসলাম জাকিরের পছন্দের ব্যক্তিকে জাবি শাখা ছাত্রদলের সভাপতি-সাধারণ সম্পাদক না করায় কেন্দ্রীয় সভাপতি-সাধারণ সম্পাদকের উপর ক্ষিপ্ত হন জাকির। পরে বর্তমান কমিটির ১৯ সদস্যকে বিতর্কিত ও দূর্বল করতে জাকির তার অনুসারী ১১ কর্মীকে সহ-সভাপতি, যুগ্ম-সম্পাদক পদ থেকে পদত্যগ করতে চাপ প্রয়োগ করেন। এর মধ্যে ৭ জন রাজি হলেও বাকিরা পদত্যাগ করতে অস্বকৃতি জানান।
এর আগে মঙ্গলবার বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নবগঠিত কমিটির ৮ নেতা একসঙ্গে পদত্যাগ করার লক্ষ্যে পৃথক পদত্যাগ পত্রে স্বাক্ষর করেন। পদত্যাগপত্রে স্বাক্ষরকারী ছাত্রদল নেতারা হলেন, সিনিয়র সহ-সভাপতি-১ মুরাদ হোসেন হীরা, সহ-সভাপতি-৫ নবিনুর রহমান নবীন, সহ-সভাপতি-৬ রাব্বি হাসান, সহ-সভাপতি-৭ ফয়সাল হোসেন, সহ-সভাপতি-৮ ইব্রাহিম খলিল বিপ্লব, সহ-সভাপতি-৯ শাহরিয়ার হক মজুমদার শিমুল,যুগ্ম সম্পাদক-২ ইস্রাফিল চৌধুরী সোহেল, যুগ্ম সম্পাদক-৩ ওয়াসিম আহমেদ অনীক।
এছাড়াও নবগঠিত কমিটির সহ-সভাপতি-৪ নজরুল ইসলাম দুর্জয়, যুগ্ম সম্পাদক-৬ শামছুল হক ও সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম পদত্যাগ করবেন বলে শাখা ছাত্রদল সূত্রে জানা গেছে।
কিন্তু পদত্যাগের দুই ঘণ্টা পর জানা যায়, তারা চাপে পড়ে পদত্যাগপত্রে স্বাক্ষর করেছেন। এদের মধ্যে, সহ সভাপতি-৮ ইব্রাহিম খলিল বিপপ্লব, সহ-সভাপতি-৪ নজরুল ইসলাম দুর্জয়, সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম পদত্যাগ করবেন না বলে জাগো নিউজকে জানান।
ইতোমধ্যে সহ সভাপতি-৮ ইব্রাহিম খলিল বিপব পদত্যাগ পত্র প্রত্যাহার করছেন বলে জানান। পদত্যাগপত্রে স্বাক্ষর করা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আমার অনিচ্ছা সত্ত্বেও পদত্যাগ পত্রে স্বাক্ষর করানো হয়েছে।
সহ-সভাপতি-৪ নজরুল ইসলাম দুর্জয় তার পদত্যাগপত্রে স্বাক্ষর করার বিষয় অস্বীকার করে বলেন, আমি পদত্যাগ করছি না।
সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম জাগো নিউজকে বলেন, আমাকে বিষয়টা বলা হয়েছে। কিন্তু আমি ঢাকার বাইরে। আমি বিষয়টি নিয়ে ভাবছি। পদত্যাগ পত্রে তার স্বাক্ষরের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি কোন স্বাক্ষর করিনি।
যুগ্ম সম্পাদক-৬ শামছুল হক এর সাথে যোগযোগ করতে চাইলে তার মোবইলফোন বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে জানতে কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক জাকিরুল ইসলাম জাকির এর সঙ্গে যোগযোগ করা হলে তারও মোবাইফোন বন্ধ পাওয়া যায়।
হাফিজুর রহমান/এসকেডি/এবিএস