শেরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার টেংরাখালি মোড়ে বাসচাপায় তিন মোটরসাইকের আরোহী নিহত হয়েছেন। এসময় অপর এক আরোহী আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
নিহতরা হলো, জামালপুরের বকশীগঞ্জ উপজেলার মালিচ্চা নয়াপাড়া গ্রামের খোরশেদ আলম (১৯), সাদা মিয়ার ছেলে শাহীন মিয়া (২০) ও ফজল হকের ছেলে আসমত আলী (২১)। হতাহতরা সবাই এক মোটরসাইকেলে করে মধুটিলা ইকোপার্ক থেকে বনভোজন শেষে পার্শ্ববর্তী বকশীগঞ্জ উপজেলার গ্রামের বাড়ি ফিরছিল।
নালিতাবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফসিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মধুটিলা ইকোপার্ক থেকে বনভোজন শেষে সন্ধ্যায় চার যুবক মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিল। পথিমধ্যে রাজনগর এলাকায় টেংরাখালি মোড়ে একটি বাসকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা বাসের নিচে চাপা পড়ে মোটরসাইকেলটি। এতে ঘটনাস্থলেই ওই তিন যুবক আহত হন। এসময় অপর একজন আহত হয়।
চালক ও হেলপার বাসটি ঘটনাস্থলে ফেলে রেখে পালিয়ে যাওয়ায় তাদের আটক করা যায়নি।
এআরএ/এমএস