এক থানায় ১২ ইউনিয়ন : প্রার্থিতা লাভে চলছে লবিং
টাঙ্গাইলের ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থিতা লাভে বড় দুটি দলেই চলছে জোর লবিং। ২২ মার্চ নির্বাচনের প্রথম ধাপে জেলার ১২টি উপজেলার ১০২টি ইউনিয়নের মধ্যে একটি উপজেলা নাগরপুরেই রয়েছে ১২টি ইউনিয়ন। এ উপজেলার ১২টি ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ২ লাখ ২১ হাজার ২৭৪ জন।
এর প্রতিটি ইউনিয়নেই বড় দুটি দল বিএনপি ও আ.লীগের একাধিক প্রার্থী দলীয় মনোনয়ন পাওয়ার জন্য জোর লবিং চালানোর পাশাপাশি শুরু করেছেন ব্যাপক প্রচারণা। আর একাধিক প্রার্থী থাকায় দলীয় মনোনয়ন নিশ্চিত করতে চরম বেগ পেতে হচ্ছে হাইকমান্ডের নেতৃবৃন্দকেও।
নাগরপুর উপজেলার ১২টি ইউনিয়নের মধ্যে রয়েছে নাগরপুর সদর, মামুদনগর, সলিমাবাদ, দুপতিয়ার, ভদ্রা, ভারড়া, সাহাবাতপুর, বেকুড়া (আটগ্রাম), মোকনা, গয়হাটা, ধুবড়িয়া ও পাকুটিয়া।
এদের মধ্যে নাগরপুর সদর ইউনিয়নের আওয়ামী লীগের প্রার্থী তালিকায় রয়েছেন মো. কুদরত আলী, মো. মতিয়ার রহমান মতি, কামরুজ্জামান মনি, লিয়াকত হোসেন সিকদার এবং মো.নিজাম উদ্দিন। একই সঙ্গে বিএনপির প্রার্থী রয়েছেন মো. হাবিবুর রহমান হবি ও মো. নজরুল ইসলাম। ইউনিয়নটির মোট ভোটার সংখ্যা ২০,২৩৫ জন।
মামুদনগরে আ.লীগের প্রার্থী তালিকায় রয়েছেন বর্তমান চেয়ারম্যান মো. শেখ কামাল হোসেন ও মো. শহিদুল ইসলাম এবং বিএনপির রয়েছেন মো. নুরুল ইসলাম নূরু, মাহে আলম সাবু, আবদুল আওয়াল নান্নু, সিদ্দিকুর রহমান, জগলুল হায়দার সিদ্দিকী, জামিল আকতার কাজল। ইউনিয়নটির মোট ভোটার সংখ্যা ২৮,৬৪৫ জন।
সলিমাবাদে আ.লীগের প্রার্থী হিসেবে আছেন বর্তমান চেয়ারম্যান মো. আজহারুল ইসলাম মন্টু, শহিদুল ইসলাম অপু, মশিকুর রহমান, অ্যাডভোকেট দাউদুল ইসলাম দাউদ। বিএনপির আছেন সাবেক চেয়ারম্যান মো. ওবয়েদ খান, নজরুল ইসলাম বাদশা, অ্যাডভোকেট ফরিদ আহমেদ ভূইঞা। ইউনিয়নটির মোট ভোটার সংখ্যা ১৭,৪২১ জন।
দুপতিয়ারে আওয়ামী লীগ প্রার্থী হিসেবে আছেন মো. আবুল হাশেম মিয়া, ও সাইদুর রহমান বাবুল। বিএনপির প্রার্থী হিসেবে আছেন এম ফিরোজ সিদ্দিকী ও আবদুল মান্নান। ইউনিয়নটির মোট ভোটার সংখ্যা ১৮,৪১৪ জন।
ভদ্রায় আওয়ামী লীগের প্রার্থী হিসেবে আছেন হামিদুর রহমান লালন। বিএনপির প্রার্থী হিসেবে আছেন শফিকুল ইসলাম বাকু, হাবিবুর রহমান হাবিব। এখানে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে আছেন মো. আবদুর রাজ্জাক, স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান মো. শওকত আলী মিয়া ও মো. ওয়াজেদ আলী। ইউনিয়নটির মোট ভোটার সংখ্যা ১৭,৫৭৮ জন।
ভারড়ায় আ.লীগের প্রার্থী হিসেবে আছেন মো. নিয়াজ উদ্দিন তালুকদার, মোজাহিদুল ইসলাম মুছা, আবু বক্কর সিদ্দিকী। বিএনপির প্রার্থী হিসেবে আছেন মনিরুল ইসলাম বাবুল তালুকদার, সাদেকুল ইসলাম। এছাড়াও বর্তমান চেয়ারম্যান দলের বাইরে প্রচারণা চালাচ্ছেন। ইউনিয়নটির মোট ভোটার সংখ্যা ২১,৬৭৫ জন।
সাহাবাতপুর আওয়ামী লীগের প্রার্থী হিসেবে আছেন আনিসুর রহমান আনিস, আবদুল আলীম দুলাল। বিএনপির প্রার্থী হিসেবে আছেন তোফায়েল আহমেদ মোল্লা, রফিকুল ইসলাম দীপন, ইকবাল কবির। ইউনিয়নটির মোট ভোটার সংখ্যা ২২,৫৮৭ জন।
বেকুড়ায় আওয়ামী লীগের প্রার্থী হিসেবে আছেন আসাদুজ্জামান কিসলু ও শওকত হোসেন। বিএনপির প্রার্থী হিসেবে আছেন আবদুল বারেক বারী। ইউনিয়নটির মোট ভোটার সংখ্যা ৮,৯৩৩ জন।
মোকনায় আওয়ামী লীগের প্রার্থী হিসেবে আছেন ওয়াজেদ মিয়া, রমজান আলী ও শরিফুল ইসলাম। বিএনপির প্রার্থী হিসেবে আছেন মো. আতাউর রহমান। ইউনিয়নটির মোট ভোটার সংখ্যা ১৭,৭২৮ জন।
গয়হাটা আওয়ামী লীগের প্রার্থী হিসেবে আছেন মোস্তাফিজুর রহমান আসকর ও আলমগীর হোসেন ইকবাল। বিএনপির প্রার্থী হিসেবে আছেন হারুনুর রশিদ হারুন ও আবুল কালাম আজাদ। ইউনিয়নটির মোট ভোটার সংখ্যা ২২,৬৭৫ জন।
ধুবড়িয়ায় আওয়ামী লীগের প্রার্থী হিসেবে আছেন শফিকুর রহমান খান শাকিল, রফিকুল ইসলাম রঙ্গু, রিপন মিয়া ও মতিউর রহমান। বিএনপির প্রার্থী হিসেবে আছেন নাছিরুল ইসলাম ও মো. শাহাবুল ইসলাম দুলাল। ইউনিয়নটির মোট ভোটার সংখ্যা ১০,৫৩৪ জন।
পাকুটিয়ায় আওয়ামীলীগ থেকে শামীম খান, আজাহারুল ইসলাম নান্নু। বিএনপি থেকে আছেন সিদ্দিকুর রহমান সিদ্দিক ও জগলু হায়দার। ইউনিয়নটির মোট ভোটার সংখ্যা ১৪,৮৪৯ জন।
এফএ/এসএস/এমএস