চাঁদপুরে মাহফুজ আনামের বিরুদ্ধে মামলা


প্রকাশিত: ১১:৪৪ এএম, ১৭ ফেব্রুয়ারি ২০১৬

ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে এবার চাঁদপুরে ১০ কোটি টাকার ক্ষতিপূরণ চেয়ে মামলা করা হয়েছে। বুধবার দুপুরে চাঁদপুরের হাইমচর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন হাইমচর উপজেলার নয়ানী লক্ষীপুর গ্রামের বাসিন্দা ও আ.লীগ নেতা হাবীব শেখ (৬২)।

মামলার প্রেক্ষিতে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নুশরাত জাহান উর্মি বিষয়টি তদন্তের জন্য চাঁদপুর জেলা তথ্য অফিসার নুরুল হককে নির্দেশ দিয়েছেন। বাদী পক্ষের আইনজীবী জসিম উদ্দিন জাগো নিউজকে জানান, মামলার এজাহারের আলোকে তদন্তের জন্য আদেশ দেয়া হয়েছে। মামলার পরবর্তী তারিখ ৩ মার্চ ধার্য করা হয়েছে।

২০০৭ সালে জরুরি অবস্থার সময় যাচাই না করে তৎকালীন বিরোধী দলের নেত্রী এবং বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরূদ্ধে ‘দুর্নীতির’ খবর প্রকাশ করার অভিযোগে এই মামলাটি করা হয়েছে।

ইকরাম চৌধুরী/এফএ/এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।