মুক্তিযুদ্ধের ইতিহাস বিতর্ক সৃষ্টিকারীদের ঘৃণা করা উচিৎ
মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে বিতর্ক সৃষ্টিকারীদের সম্মিলিতভাবে ঘৃণা করা উচিৎ বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবে অমর প্রকাশনীর দুটি গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
নাসিম বলেন, লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এ স্বাধীনতা নিয়ে বিতর্ক সৃষ্টি করার কিছু নেই। তারপরও একটি মহল সেই কাজটি করছে। আর একজন সাবেক প্রধানমন্ত্রী এবং মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডারের স্ত্রী যদি এমন বিতর্ক সৃষ্টি করে তাহলে তা আমাদের জন্য লজ্জাজনক। আমাদের সকলের উচিৎ সম্মিলিতভাবে এদের ঘৃণা করা।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেন, আমাদের মধ্যে রাজনৈতিক বিতর্ক থাকতে পারে। কিন্তু একটি বিষয়ের প্রতি আমাদের সকলের বিনম্র শ্রদ্ধা থাকা উচিৎ। সেটি হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা।
প্রথম আলো পত্রিকার পশ্চিমবঙ্গ প্রতিনিধি অমর সাহার গ্রন্থ ভাগীরথী ও রেজনু খানের মুক্তিযুদ্ধ প্রতিদিন গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে বরেণ্য জাদুশিল্পী জুয়েল আইচ, টিভি ও নাট্য ব্যক্তিত্ব খ ম হারুন, সাবেক সচিব ড. মো. আব্দুল মজিদ প্রমুখ উপস্থিত ছিলেন।
এএস/আরএস/পিআর