তুর্কি প্রেসিডেন্টকে সৌদি বাদশাহর ফোন
মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববীর রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা সৌদি বাদশাহ সালমান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে আজ টেলিফোনে কথা বলেছেন।
কথোপকথোনে গেল বুধবার তুরস্কের রাজধানী আঙ্কারায় সংঘটিত সন্ত্রাসী হামলার জন্য দুঃখ প্রকাশ করে ক্ষতিগ্রস্থদের প্রতি সমবেদনা জানান বাদশাহ।
এই ধরনের সন্ত্রাসী কার্যকলাপের কড়া নিন্দা জানিয়ে বাদশাহ সালমান নিহতদের জন্য সৃষ্টিকর্তার কাছে দোয়া করেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।
টেলিফোন করার জন্য সৌদি বাদশাহকে ধন্যবাদ জানান তুর্কি প্রেসিডেন্ট।
বুধবার বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টার দিকে তুরস্কের সংসদ ভবনের কাছে সামরিক বাহিনীর একটি হাউজিং কমপ্লেক্সের কাছে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ২৮ জন নিহত ও ৬১ জন আহত হন।
এনএফ/এমএস