কাল ঢাকায় আসছে ভারত-শ্রীলঙ্কা, পাকিস্তান বুধবার
২৪ ফেব্রুয়ারি শুরু হচ্ছে এশিয়া কাপের ত্রয়োদশ আসর। এ আসরে অংশ নিতে আগামীকাল (রোববার) ঢাকায় আসছে ভারত ও শ্রীলঙ্কা। আর এশিয়ার আরেক দল পাকিস্তান আসছে বুধবার। নিজেদের প্রথম ম্যাচ ২৭ ফেব্রুয়ারি হওয়ায় একটু দেরিতেই আসছে পাকিস্তান।
সবার প্রথম ঢাকায় নামবে বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। রোববার দুপুর ১টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। একই দিন রাত ৮টা ৪০ মিনিটে নামবে ভারত।
আর পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ব্যস্ত থাকায় পাকিস্তানি খেলোয়াড়রা কিছুটা দেরি করেই ঢাকায় আসছে। বুধবার সকালে ঢাকায় নামার কথা রয়েছে তাদের।
এবারই প্রথম এশিয়া কাপের আসর টি-টোয়েন্টি সংস্করণে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর আগের ১২টি আসরই ওয়ানডে সংস্করণে অনুষ্ঠিত হয়েছিল। আর এবারই প্রথম মূল পর্বে খেলার জন্য বাছাই পর্ব অনুষ্ঠিত হচ্ছে। শুক্রবার থেকে শুরু হয়েছে এশিয়া কাপের বাছাইপর্ব। যেখানে অংশ নিয়েছে সহযোগী চার দেশ আফগানিস্তান, আরব আমিরাত, হংকং ও ওমান। বাছাইপর্বের সেরা দল স্বাগতিক বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার সঙ্গে মূল পর্বের লড়াইয়ে যোগ দেবে।
আরটি/এনএফ/এবিএস