বাংলাদেশ সুপার লিগের লোগো উন্মোচন
জাকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে উন্মোচন করা হয়েছে বাংলাদেশ সুপার লিগ (বিএসএল) ফুটবল টুর্নামেন্টের লোগো। রোববার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
লোগো উম্মোচন করতে এসে তিনি বলেন, ‘বাংলাদেশ সুপার লিগের মাধ্যমে ফুটবলের নতুন দিগন্ত উন্মোচন হবে, এই প্রত্যাশা আমার। আমি প্রধানমন্ত্রীর শুভেচ্ছা নিয়ে এসেছি। আশা করি সফল হবে নতুন এই উদ্যোগ।’
এসময় ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকার বলেন, ‘দেশের ফুটবলে এটি একটি ব্যতিক্রমী উদ্যোগ। ফুটবল মানুষের প্রাণের খেলা। মানুষের প্রত্যাশা ফুটবল এগিয়ে যাবে। আর সেই প্রত্যাশার প্রাথমিক স্তর হিসেবে এসেছে বিএসএল।
সেলিব্রিটি ম্যানেজমেন্ট গ্রুপের (সিএমজি) ব্যবস্থাপনা পরিচালক ভাস্বর গোস্বামী বলেন, ‘বিএসএল আমাদের একটা স্বপ্নের নাম। এই স্বপ্ন ফুটবলকে সারা দেশে ছড়িয়ে দেয়ার স্বপ্ন। আধুনিকভাবে বিপণনের স্বপ্ন। যুব সমাজকে নতুন করে আকৃষ্ট করার স্বপ্ন। আমাদের লক্ষ্য হচ্ছে বিএসএলকে দক্ষিণ-পূর্ব এশিয়ার শ্রেষ্ঠ একটি লিগে পরিণত করা।’
ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় বিএসএল-এর সাফল্য কামনা করেন। বাফুফে সহ-সভাপতি বাদল রায় দিনটিকে ঐতিহাসিক দিন হিসেবে আখ্যায়িত করে বলেন, ‘দেশের মানুষ চায় ফুটবল নতুন দিগন্তে এগিয়ে যাক। মানুষ ফুটবলকে আরও অনেক ওপরের স্থানে দেখতে চায়। বিএসএল-এর মাধ্যমে সেই উন্নয়ন ও লক্ষ্য অর্জন করাই আমাদের একমাত্র প্রত্যাশা।’
বিএসএল-এর স্বত্ত্বাধিকারী সাইফ পাওয়ারটেকের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মোহাম্মদ রুহুল আমিন বলেন, ‘ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ফুটবল বদলে দেবে বাংলাদেশের ফুটবলের চেহারা। আধুনিক ও যুগোপযোগী মাধ্যমে ফুটবলকে দেশের কাছে উপস্থাপন করাই বিএসএল-এর অন্যতম উদ্দেশ্য। আমি সরকারসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা চাই।’
আইএইচএস/বিএ