শুক্রবার মুক্তি পাচ্ছে অরিনের ছিন্নমূল


প্রকাশিত: ১২:৫৫ পিএম, ০৩ মার্চ ২০১৬

গুণী নির্মাতা কাজী হায়াতের ৫০তম চলচ্চিত্র ‘ছিন্নমূল’ মুক্তি পাচ্ছে আগামীকাল শুক্রবার। ছবিটি দিয়ে ঢাকাই চলচ্চিত্রে অভিষেক হতে যাচ্ছে লাক্স সুন্দরী অরিনের। তিনি কাজী মারুফের বিপরীতে ‌‘বিপাশা’ নামের চরিত্রে অভিনয় করেছেন।

অভিষেকের অপেক্ষায় রোমিাঞ্চত অরিন। জানালেন, ‘অনুভূতি প্রকাশের ভাষা নেই। প্রিমিয়ার শোতে ছবিটির জন্য অনেক প্রশংসা পেয়েছি। এবার ছবিটি দর্শকদের ভালো লাগলেই সব পরিশ্রম ও স্বপ্ন দেখা স্বার্থক।’

ছবিটি পরিচালনার পাশাপাশি কাজী হায়াত নিজেও অভিনয় করছেন।

ছবিতে ছিন্নমূল মানুষের গল্প এবং সমাজে বেঁচে থাকার জন্য তাদের লড়াই সংগ্রামই ফুটে উঠবে বলে জানিয়েছেন অরিন। এটিএন মাল্টিমিডিয়া ফিল্ম প্রোডাকশন ও কাজী হায়াৎ ফিল্মসের ব্যানারে নির্মিত ছবিটি সারাদেশে প্রায় ৭০টি হলে মুক্তি পাবে।

এদিকে ছবিটি নিয়ে পরিচালক কাজী হায়াৎ বলেন, ‘আমি সব সময় আমার চলচ্চিত্রে গণমানুষের কথা বলি। এই চলচ্চিত্রেও তাই বলেছি। ছবিতে ছিন্নমূলদের কথা বলেছি বাস্তবতার নিরিখে। রাস্তার ছেলেদের টাকার লোভ দেখিয়ে ব্যবহার করা হয় দেশ বিরোধী কাছে। গাড়ি পোড়ানো, মানুষ খুন থেকে শুরু করে নানা অনৈতিক কাজ করিয়ে নেওয়া হয় পথের পাশের এই সব ছিন্নমূলদের দিয়ে। সেই সব গল্প নিয়েই আমার ছবি ছিন্নমূল।’

এদিকে গত ১ মার্চ এফডিসিতে ‘ছিন্নমূল’ ছবিটির প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। সেখানে দারুণ প্রশংসিত হয় ছবিটি। ছবির অন্যতম প্রযোজক এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান বলেন, চলচ্চিত্র নির্মাতা হিসেবে কাজী হায়াৎ একটি ব্র্যান্ডের নাম। তার নামেই ছবি চলে। আরেকটি অসাধারণ ছবি নির্মাণ করেছেন তিনি। যার নাম ‘ছিন্নমূল’।

তিনি আরও বলেন, ‌‘গেল বছর ছবি প্রযোজনা করে ৩ কোটি টাকা লোকসান দিয়েছি। তারপরেও আমি ছবি প্রযোজনা করে যাব। দর্শক কেন সিনেমা হলে যায় না এ প্রশ্নের উত্তর খুঁজে না পাওয়া পর্যন্ত আমার ছবি প্রযোজনা অব্যাহত থাকবে।`

এনই/এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।